হুয়ান গাম্পার ট্রফি জিতে নতুন মৌসুম শুরুর আশা বার্সেলোনার। লা মাসিয়ার সাবেক ছাত্র সেস্ক ফ্যাব্রেগাসের ক্লাব কোমোকে হারিয়ে জয়ে প্রাক মৌসুম শেষের লক্ষ্য কাতালানদের। ন্যু ক্যাম্পে সংস্কার কাজ চলার কারণে ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১টায় হবে এই ম্যাচ।
সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। ঘরোয়া ট্রেবল জয়ী কাতালানদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে ভাঙে স্বপ্ন। তবে, নতুন মৌসুমে আরো শক্তিশালী, আরো গোছালো রূপে ফেরার লক্ষ্য কাতালানদের। মৌসুম শুরুর আগে এশিয়া সফরও দুর্দান্ত কেটেছে হ্যান্সি ফ্লিকের দলের।
ভিসেল কোবে, এফসি সিউল ও দেগু এফসি–টানা তিন ম্যাচেই জিতেছে বার্সা। এশিয়া সফরে কাতালানরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট ১২বার। নতুন মৌসুমেও শিষ্যদের কাছে এমন আগুনে পারফরম্যান্স চান কোচ হ্যান্সি ফ্লিক। এ ম্যাচের দিকে আরো একটা কারণে আলাদা নজর থাকবে সমর্থকদের। বার্সেলোনার ঘরের ছেলে ও বিশ্বকাপজয়ী ফুটবলার সেস্ক ফ্যাব্রেগাস এখন কোচ হিসেবে কাজ করছেন কোমোয়। নতুন পরিচয়ে পুরানো ক্লাবের মুখোমুখি সাবেক স্প্যানিশ তারকা। তাই বার্সাকে হারিয়ে তিনিও নিজের মুন্সিয়ানার প্রমাণ দিতে চাইবেন।
কোমোর বিপক্ষে ম্যাচের আগে দু:সংবাদ পেয়েছেন সমর্থকরা। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্লাবটির প্রথম পছন্দের ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে খেলতে পারবেন না রবার্ট লেভানদোভস্কি। তবে, খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সায় যোগ দেয়া মার্কাস রাশফোর্ড। রেড ডেভিলে নানা অবহেলায় নিজেকে হারিয়ে খোঁজা রাশফোর্ড মরিয়া নিজেকে প্রমাণে। অনিশ্চয়তা আছে দানি ওলমোর খেলা নিয়েও।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আচরণবিধি লঙ্ঘন করে উয়েফা আয়োজিত টুর্নামেন্টে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানার খবর আগেই পেয়েছেন হ্যান্সি ফ্লিক। তবে, সে সব নিয়ে মাথা ঘামাতে চান না কোচ। নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে না দিতে চাওয়ায় টের স্টেগেনের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পর আবারো তা সুরাহা করে নিয়েছে দু'পক্ষ। সব তথ্য দেয়ায় আবারো অধিনায়কত্ব ফিরে পেলেও অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সা গোলরক্ষককে।
গোলপোস্টের নিচে দেখা যেতে পারে নতুন সাইনিং গার্সিয়াকে। ৪-২-৩-১ ফরমেশনে খেলার আভাস দেয়া বার্সার সম্ভাব্য একাদশে থাকার সম্ভাবনা কুন্দে, আরাউহো, বালদে, ডি ইয়ং, ইয়ামাল, রাফিনিয়া, রাশফোর্ডদের। যে কোন ধরণের প্রতিযোগিতায় এটাই ইতালিয়ান ক্লাবটির সঙ্গে বার্সেলোনার প্রথম সাক্ষাৎ। আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর হবে বর্তমান চ্যাম্পিয়নদের লা লিগা অভিযান।
এমকে/টিকে