দীর্ঘ একসময় ধরে পরপর একাধিক ব্যর্থ ছবি মুক্তির পর অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। সমালোচক ও অনুরাগীদের কাছ থেকে তার চিত্রনাট্য বাছাই নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। তবে সেই চাপ সামলে এবার যেন নতুন আত্মবিশ্বাসে ভর করে ফিরছেন তিনি।
বলিউডে অভিষেকের খবর ইতিমধ্যেই তাকে নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। এবার সেই পথ ধরে আরও এক বড় পদক্ষেপ, তামিল সুপারস্টার অজিত কুমারের বিপরীতে দেখা যাবে তাকে আসন্ন ছবি এ কে ৬৪-তে (সম্ভাব্য নাম)।
ছবিটির পরিচালনায় রয়েছেন ‘গুড ব্যাড আগলি’ খ্যাত আধিক রবিশচন্দ্রন, আর প্রযোজনায় নামকরা প্রতিষ্ঠান মৈথ্রী মুভি মেকার্স। সঙ্গীতে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন, যার নাম শুনলেই দর্শকদের প্রত্যাশা দ্বিগুণ হয়ে যায়।
ছবির শুটিং শুরু হবে অক্টোবর মাস থেকে। ইতিমধ্যেই শ্রীলীলা চূড়ান্ত সম্মতি দিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। খুব শিগগিরই আসবে অফিসিয়াল ঘোষণা।
এই ছবির মাধ্যমে শুধু তামিল ইন্ডাস্ট্রিতে নয়, গোটা ভারত জুড়েই নিজের অবস্থান নতুন করে প্রতিষ্ঠা করতে পারেন শ্রীলীলা। একদিকে বলিউড অভিষেক, অন্যদিকে অজিত কুমারের মতো তারকার সঙ্গে বড় প্রজেক্ট, সব মিলিয়ে তিনি এখন করণীয় সিদ্ধান্তে রয়েছেন নিজের ক্যারিয়ার মোড় ঘোরানোর পথে।
সমালোচকদের মুখ বন্ধ করতে এবং নিজেকে ‘প্যান ইন্ডিয়া’ তারকাদের তালিকায় রাখার এই প্রচেষ্টা কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে। তবে আপাতত বলা যায়, শ্রীলীলা খেলাটা বুঝে নিচ্ছেন।
এমআর