জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, মিনিমাম ৯০% চাদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে, করতেছেও। কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে। প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান সমান আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে। মানে এই তদবির করেন, ওই তদবির করেন।
আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত-বিএনপি। যখনই বিএনপি ক্ষমতায় আসবে, জামাতের কেউ থাকবে? নাকি এনসিপির কেউ তখন সচিবালয় যাইয়া ধমক দিতে পারবে? পারবে না।
তো এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজাতো পাবে না। এখন এর মধ্যে জামাতের একটা খুটি আছে, যে আমার একটা দল আছে, অমুক আছে, তমুক আছে, এনসিপির কি আছে? এনসিপির ডক্টর ইউনুস আছে।
এখন ইউনুস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ইতিমধ্যে অধিক শোকে পাথর হয়ে গেছে। এটা কি হইল?
সাম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, সাংবাদিকরা সচিবাল ঢুকতে পারে না কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কি করে, যাতে এটা কেউ প্রকাশ না করে এজন্য অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে।
তিনি বলেন, এনসিপি এবং জামাতের মনস্তত্বটা বোঝার চেষ্টা করেন, এরা তো ক্ষমতায় আসতে পারবে না। যে যত কথা বলো তিন মাস, ছয় মাস, তিন বছর, করেন আপনি এরা ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে মানুষ এখনও এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থায় আসে নাই। মানে ক্ষমতায় পাঠানোর মতো অবস্থায় আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থায় আছে, এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে।
অনেক জায়গায় নিচ্ছে, জামায়াতও নিচ্ছে এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করত না।
ক্ষমতার স্বাদ নিচ্ছে, এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে এই স্বাদ নিতে পারবে? পারবে না। যত জায়গায় যত কিছু আছে, থাকবে? জামাতের লোক কয় জায়গায়,কয় ইউনিভার্সিটির ভিসি আছে, ভিসি থাকবে? ঢাকা ইউনিভার্সিটির ভিসি থাকবে নাকি? থাকবে না। দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চে পাবেন না। এটা রিয়েলিটি।
এদের ধরে ধরে আনছে। এইযে এখানে আনছে এখানে বসাইছে, সেখানে বসাইছে এগুলা একটাও থাকবে না। যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবাল ঢুকতে পারে না, কিন্তু এনসিপির লোকজন ঢুকতে পারে। বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে এখানে কি করে যাতে এটা কেউ প্রকাশ না করে এজন্য কার্ড বাতিল হয়ে গেছে। এগুলা আমরা বুঝি না, নাকি?
যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায়, গভমেন্টের কাছ থেকে। নতুন গভমেন্ট আসলে পাবে প্রটেকশন? ক্ষমতার স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে। তিন দলই পাচ্ছে।
এসএন