বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে বাদ পড়তে পারে কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়াম

১৮ বছর অপেক্ষার পর আইপিএলের গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এমন আনন্দঘন মুহূর্ত বিষাদে রূপ নিতে সময় নেয়নি। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পরদিন দর্শকদের জন্য বেঙ্গালুরুতে উৎসবের আয়োজন করা হয়। যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর একপর্যায়ে পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। ফলস্বরূপ ঘরোয়া ক্রিকেটের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাদ পড়তে যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম!

চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেখানে ভেন্যুর তালিকা থেকে বেঙ্গালুরু বাদ পড়তে পারে শঙ্কার কথা জানিয়েছে ক্রিকবাজ। বিষয়টি নিয়ে বিসিসিআই এবং আইসিসি উভয়পক্ষই উদ্বিগ্ন। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এখনও রাজ্য সরকারের কাছে বেঙ্গালুরুতে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর মেয়েদের এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। এ ছাড়া সবমিলিয়ে বিশ্বকাপের সেমিফাইনালসহ ৪ ম্যাচের সূচি ওই শহরে নির্ধারিত রয়েছে। এমনকি পাকিস্তান না ‍উঠলে ২ নভেম্বর ফাইনালও হওয়ার কথা বেঙ্গালুরুতে। কিন্তু এখন সেখানে বিশ্বকাপের ম্যাচ গড়ানো নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে, আইসিসির এই মেগা ইভেন্টের আগে একটা ঘরোয়া প্রতিযোগিতা মহারাজা টি-টোয়েন্টি ট্রফিও আয়োজনের কথা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতার ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে প্রতিযোগিতা সরিয়ে দেওয়া হয়েছে মাইসুরুর শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পুলিশের কাছে অনুমতি পায়নি কর্নাটক ক্রিকেট সংস্থা। ১১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া সেই প্রতিযোগিতা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কর্ণাটক ক্রিকেট সংস্থাও দর্শকশূন্য মাঠে আয়োজনের কথা বলেছিল, তাও তাদের অনুমতি মেলেনি।

কেএসসিএ’র এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি এবং অপেক্ষায় আছি জবাবের। তবে বিষয়টি এমন নয় যে, তারা আমাদের অনুমতি প্রত্যাখ্যান করেছে। যদি এমন কোনো নীতি থাকে, তাহলে তারা মাইসুরুতে মহারাজা কাপ আয়োজনের অনুমতি দিত না। তাই আমাদের এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে। এজন্য আরও কিছুটা সময় লাগবে এবং আমরা ধাপে ধাপে আগাব।’

প্রসঙ্গত, ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এই আসরে পাকিস্তানের মেয়েরা তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ ছাড়াও বেঙ্গালুরুতে ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এর বাইরে ভারতের ভেন্যু হিসেবে আছে গুয়াহাটি, ইন্দোর, বিশাখাপত্মম ও শ্রীলঙ্কার কলম্বোয় হবে ৮ দলের এই প্রতিযোগিতা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তিন প্রতিভাবান ডিফেন্ডারের ওপর নজর রেখেছে মাদ্রিদ Aug 08, 2025
img
নির্বাচন বিলম্বের চেষ্টাকারী জামায়াত নতুন নতুন মত নিয়ে হাজির হয়: মেজর হাফিজ উদ্দিন Aug 08, 2025
img
টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় উড়ার এক ঘণ্টা পর ফিরে এলো বাংলাদেশ বিমানের ফ্লাইট Aug 08, 2025
img
নিজের আসল নাম প্রকাশ করলেন মেহজাবীন Aug 08, 2025
img
জুলাই মাসে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, পিছিয়ে রংপুর Aug 08, 2025
img
‘নিশানচি' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে Aug 08, 2025
img
বিপ্লবী সরকার না হওয়ায় পুরো বিপ্লবটা বেহাত হয়ে পড়েছে : রাশেদ খাঁন Aug 08, 2025
img
কোয়াব নির্বাচন সামনে, নারী ক্রিকেটার না রাখায় রুমানা-জ্যোতির ক্ষোভ Aug 08, 2025
img
সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুর Aug 08, 2025
img
শাপলাকে ‘ফ্যাসিবাদের পদধ্বনি’ বলায় ছাত্র ইউনিয়ন সভাপতিকে ক্ষমা চাইতে বললেন শহীদ রেহানের বোন Aug 08, 2025
img
ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্কের পরই রাশিয়ার সঙ্গে ভারতের নতুন চুক্তি Aug 08, 2025
img
আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন Aug 08, 2025
img
স্বামীকে নিয়ে কটূক্তি করায় রেগে গেলেন স্বরা ভাস্কর Aug 08, 2025
img
‘কমল হাসানের পায়ের নখের যোগ্য নন শাহরুখ’ Aug 08, 2025
img
কেনিয়ায় আবাসিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ছয় Aug 08, 2025
img
ফের শক্তিশালী অভিনয়ে রাজ বি শেট্টি, জিতে নিলেন দর্শক হৃদয় Aug 08, 2025
img
পারফেক্ট নই, আমার যা আছে তা নিয়েই আপনাদের ভালোবাসি : অনীত পাড্ডা Aug 08, 2025
img
দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : মঞ্জুরুল আলম পান্না Aug 08, 2025
img
নতুন সিনেমার গানে শ্রীনিবাস-অনুপমার জমজমাট রসায়ন Aug 08, 2025
img
১২ হাজার টাকার ভাড়া বাসায় থাকেন বুলবুল, আক্ষেপ ইমরুলের Aug 08, 2025