সিলেট নগরের কতোয়ালী মডেল থানার পার্শ্ববর্তী ক্বীনব্রীজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ডালিম নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ডালিম (৩৫) ময়মনসিংহের মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ডালিমকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
এমআর