ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, জ্বালানির ক্ষেত্রে আমরা জীবাশ্ম নির্ভর, যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের এই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিতে হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর উত্তরাংশে ডেসকোর ভৌগলিক এলাকার সব মসজিদের ইমাম/ মুয়াজ্জিন ও মসজিদ কমিটির প্রতিনিধিগণের সঙ্গে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডেসকো আওতাধীন সব মসজিদ মাদ্রাসার ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।
তিনি আরো বলেন, সরকার বিদ্যুৎ খাতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। অথচ প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট, ব্রিজ, হাসপাতাল এমন অনেক জরুরি কাজে অর্থ প্রয়োজন। আমরা প্রয়োজনের অধিক বিদ্যুৎ অপচয় না করলে সরকারের খরচ কমবে যা অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত হতে পারে।
মতবিনিময় সভায় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিগণ তাদের মতামত ব্যক্ত করেন।
পিএ/এসএন