স্যামসনের রাজস্থান ছাড়ার সিদ্ধান্ত জানাল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ

২০২৫ আইপিএলের পর্দা নেমেছে মাস দুয়েক আগে। এরই মধ্যে পরবর্তী সংস্করণের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি। নিলাম ছাড়াও ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। পরবর্তী আসরের আগে আলোচনায় রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। গুঞ্জন উঠেছিল, দীর্ঘ দিনের ডেরা ছাড়তে পারেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার।

স্যামসন এবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন, তিনি রাজস্থান শিবির ছাড়তে চান। কারণ হিসেবে উঠে এসেছে, দলের ম্যানেজমেন্টের সঙ্গে তার বনিবনা হচ্ছে না তার। যদিও রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছিল, সঞ্জুকে ছাড়া হবে না।

২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন সঞ্জু। প্রথম বছর কলকাতা নাইট রাইডার্সে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি। ২০১৩ সালে তাকে দলে ভেড়ায় রাজস্থান। প্রথম দফায় ৩ মৌসুম রাজস্থানের হয়ে খেলেন। ২০১৬ এবং ২০১৭ সালে খেলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

এরপর ২০১৮ সালে তাকে আবারও কিনে নেয় রাজস্থান। তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু। ২০২১ সালে তাকে অধিনায়ক করা হয়। তার অধিনায়কত্বে ২০২২ সালে ফাইনালে ওঠে রাজস্থান। ২০২৪ সালেও দলকে প্লে-অফে তোলেন সঞ্জু।

কিন্তু গত আইপিএল থেকেই রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা শুরু হয় সঞ্জুর। সাধারণত উদ্বোধনীতে ব্যাট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সঞ্জু। কিন্তু গত মৌসুমে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটি বেশ সফল হয়। বাধ্য হয়ে ব্যাটিং অর্ডার পাল্টাতে হয় সঞ্জুকে। এমনকি টুর্নামেন্ট চলাকালীন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তার মতানৈক্যের খবরও পাওয়া গিয়েছে। সবমিলিয়ে সঞ্জু চাইছেন না রাজস্থানে আর থাকতে।

এমন পরিস্থিতিতে রাজস্থানের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, “সঞ্জু-সহ অন্য কোনো ক্রিকেটারকেও এই মুহূর্তে সরাসরি বিক্রি করা হবে না। সঞ্জুকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখা হয়। ও-ই দলের ক্যাপ্টেন।” কিন্তু এই বার্তা প্রকাশ্যে আসার পরদিনই খবর ছড়ায়, অফিসিয়ালি রাজস্থান ছাড়ার আবেদন জানিয়ে ফেলেছেন সঞ্জু। নিলাম হোক বা ট্রেডিং-যেকোনো ভাবে রাজস্থান ছাড়তে চান তিনি।

তার ঘনিষ্ঠমহলের মতে, রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে যেভাবে সঞ্জুর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তাতে তিনি আর দলের সঙ্গে থাকতে চান না। দু’পক্ষের এই দড়ি টানাটানি শেষ পর্যন্ত কতদূর যায়, নজর ক্রিকেটমহলের।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার Aug 08, 2025
img
চাঁদাবাজদের ধরে আইনের হাতে তুলে দিন: শামসুজ্জামান দুদু Aug 08, 2025
img
ঢাবির হল কমিটি ইস্যুতে ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Aug 08, 2025
img
যুক্তরাষ্ট্র স্থগিত করলো আরও এক দেশের সব ধরনের নিয়মিত ভিসা পরিষেবা Aug 08, 2025
img
মুরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আবাহনী Aug 08, 2025
img
দেশটা এক অনন্য শত্রুর দেশ: খায়রুল বাসার Aug 08, 2025
img
দেশে জায়গা হয়নি, কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন হাসিনা: রিজভী Aug 08, 2025
img
১৭ বছর বয়সেই ক্রিকেটের অধিনায়ক জ্যাক ভুকুসিচ Aug 08, 2025
img
কান, মেলবোর্নের পর এবার ‘আলী’ টরন্টো উৎসবে! Aug 08, 2025
img
বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় তারেক রহমানের Aug 08, 2025
img
চেন্নাই সুপার কিংস ছাড়ার পথে রবিচন্দ্রন অশ্বিন Aug 08, 2025
img
সরকারি কর্মকর্তাদের জন্য সামনে ৩ স্তরের পদোন্নতি Aug 08, 2025
'ইন্টেরিম গভমেন্টের কাছে আমাদের যে আশা ১ বছরে তার ছিটেফোঁটাও পূরন করতে পারেনাই' Aug 08, 2025
img
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : প্রাণিসম্পদ উপদেষ্টা Aug 08, 2025
চীন-ভারতের নিষ্ক্রিয়তায় রুশ অর্থনীতি কতদিন টিকবে? Aug 08, 2025
সাংবাদিক তুহিন হত্যার সাথে বিএনপি জড়িত নয় Aug 08, 2025
ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রুশনারা আলী Aug 08, 2025
বড় তারকা নেই, প্রচার নেই - তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’ Aug 08, 2025
img
বেগম জিয়া পালাননি, পালাতে হয়েছে শেখ হাসিনাকে: রুহুল কবির রিজভী Aug 08, 2025
img
ফের বাইশগজে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ক্রিমার! Aug 08, 2025