ধর্ষণের অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীর বিরুদ্ধে। ইংল্যান্ডে পাকিস্তান শাহিনসের সফরে গিয়ে তিনি ধর্ষণকাণ্ডে জড়ান বলে অভিযোগ। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। খবর ক্রিকবাজের।
গ্রেফতার হওয়া হায়দার আলী অবশ্য ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গত ২৩ জুলাই ম্যানচেস্টারের একটা বাড়িতে তিনি অপরাধ সংগঠিত করেন। আপাতত জামিন পেলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে।’
অভিযোগ উঠার পরই হায়দারকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তদন্ত চলাকালীন তাকে সব ধরণের সহায়তা দিবে বলে জানিয়েছে তারা। পিসিবি বলেছে, হায়দারের বিরুদ্ধে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের তদন্তের ব্যাপারে পিসিবি অবহিত। সম্প্রতি পাকিস্তান শাহিনসের সফরের সময়ে ঘটা একটি ঘটনার জন্য এই তদন্ত চলছে।’
পিসিবি আরও বলেছে, ‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার প্রতি পিসিবি শ্রদ্ধাশীল। তদন্ত গুরুত্বপূর্ণ। আমরা হায়দারকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছি। এই মূহূর্ত থেকেই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর পিসিবি নিজস্ব নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে।’
শাহিনসের হয়ে খেললেও হায়দারের জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। ২০২০ সালে অভিষেকের পর দেশের হয়ে এখন পর্যন্ত ২টি ওয়ানডে ও ৩৫টি টি-২০ খেলেছেন তিনি। ৩৫ টি-টোয়েন্টিতে তার রান ৫০৫।
এমকে/টিকে