দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এখন পুরোপুরি ডুবে আছেন এস এস রাজামৌলির সঙ্গে তাঁর বহুল আলোচিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবিতে। প্রায় তিন বছর জুড়ে চলবে এই ছবির শুটিং ও প্রস্তুতির ব্যস্ততা। তবুও এরই মধ্যে তাঁর পরবর্তী ছবির জন্য বড় বড় প্রযোজনা সংস্থার দরজা কড়া নাড়ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান মৈত্রি মুভি মেকার্স ইতিমধ্যেই মহেশ বাবুকে প্রস্তাব দিয়েছে এক বিশাল বাজেটের সর্বভারতীয় ছবির জন্য। রাজামৌলির ছবির পর তাঁর ক্যারিয়ারকে আরও আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
প্রতিষ্ঠানটি এখন খুঁজছে ছবিটির জন্য দেশের সেরা একজন নির্মাতা। আলোচনায় রয়েছে লোকেশ কানাগারাজ ও নেলসন দিলীপকুমারের মতো জনপ্রিয় পরিচালকের নাম। মহেশ বাবুকে আকৃষ্ট করতে প্রযোজনা সংস্থা নাকি মোটা অঙ্কের অগ্রিম পারিশ্রমিক দিতেও প্রস্তুত।
যদিও মহেশ বাবু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে এই উদ্যোগ মৈত্রি মুভি মেকার্সের উচ্চাকাঙ্ক্ষার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। রাজামৌলির মতো নির্মাতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করার পর তাঁর ক্যারিয়ারের পরবর্তী ধাপ যে আরও বড় মঞ্চে উঠতে চলেছে, তা নিয়েই ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে।
এফপি/ এস এন