চার বছর আগে কড়া নিরাপত্তায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। এবার কি মা হওয়ার ক্ষেত্রেও একই ধরনের গোপনীয়তা বজায় রাখছেন তিনি—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
প্রায় দুই বছর ধরে চলচ্চিত্রের আলো থেকে দূরে ক্যাটরিনা। মাঝেমধ্যে কেবল বিশেষ অনুষ্ঠান কিংবা তীর্থযাত্রায় দেখা মিলেছে তার। এই সময়ে একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও, সাম্প্রতিক ঘটনাগুলো যেন সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। শোনা যাচ্ছে, চলতি বছরেই ভিকি-ক্যাটরিনার সংসারে আসছে নতুন অতিথি।
গত বছর আম্বানি-পুত্রের বিয়েতে ক্যাটরিনার পোশাক ও হাঁটার ভঙ্গি দেখে নেটিজেনদের মধ্যে জন্ম নেয় সন্দেহ। বিগত কয়েক বছরে পাপারাজ্জি আর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব তৈরি করা এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ের এক ফেরিঘাটে স্বামী ভিকি কৌশলের সঙ্গে ধরা পড়েন ক্যামেরায়।
সেদিন তার পরনে ছিল সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট। এই পোশাক দেখে অনুরাগীরা ধারণা করেন, তিনি হয়তো স্ফীতোদর আড়াল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে ক্যাটরিনার ধীর গতিতে হাঁটাও নজর কাড়ে সবার।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা— “আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরেই সন্তান ভূমিষ্ঠ হবে।” এখন পর্যন্ত এই পোস্ট নিয়ে কোনো মন্তব্য করেননি দম্পতি। না অস্বীকার, না স্বীকৃতি—পূর্ণ নীরবতায় আছেন তারা। ফলে জল্পনা আরও বেড়েই চলেছে।