বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ড. ইউনূসের সরকারকে আমি ওউন করি। এটা আমার সরকার। সমালোচনা সত্ত্বেও এটা আমার সরকার।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আজ (৮ আগস্ট) এক বছর পূরণ হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে নিজের 'জাহেদস টেক' নামের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, এই সরকারের যাবতীয় ব্যর্থতা দেখার পরও এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাকে আবারও ৫ আগস্ট নিয়ে যাওয়া হবে এবং এই সরকার ড. ইউনূসের নেতৃত্বে হোক এটি আমি চাইতাম কিনা? আমার জবাব হচ্ছে আমি চাইতাম। এই সরকারটা ড. ইউনূসের হাতে হোক আমি সেটাই চাইতাম।
শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশ চালানো সহজ ছিল না বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, শেখ হাসিনা কোথায় কোথায় কী ক্ষতি করে দিয়ে গেছে আমরা খুব ভালো করে জানি। দেশের প্রত্যেকটা সিস্টেম নষ্ট করে ফেলা হয়েছে। এই নষ্ট করা সিস্টেমে কাজ করা কতটা কঠিন আমরা যারা খোঁজ রাখি তারা বুঝি।
তবে বর্তমান সরকাররে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূসকে ওউন করেই তার ব্যর্থতার সমালোচনা করি, যোগ করেন জাহেদ উর রহমান।
তিনি আরো বলেন, আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমারা অন্তত মারাত্বক মারামারি-হানাহানিতে জড়িয়ে পড়ছি না। আমাদের বাকবিতণ্ডা আছে, মাঝে মাঝে বক্তব্যে আমরা রেড লাইন ক্রস করি। কিন্তু তারপরও এক জায়গায় থেকে মোটা দাগে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ভারসম্যটুকু রেখে যদি অন্যান্য গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সঙ্গে তুলনা করি তাহলে আমার মনে হয় আমরা অনেক অনেক ভালো আছি।
টিকে/