পদ্মা নদীর প্রবল স্রোত ও ভাঙনের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার নৌযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের দুটি জেটি ভেঙে পড়ার পর জরুরি ভিত্তিতে লঞ্চ সার্ভিস ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে নেওয়া হয়েছিল। বুধবার থেকে সেখান থেকেই সীমিত আকারে লঞ্চ চলাচল করছিল।
কিন্তু শুক্রবার সন্ধ্যায় ২ নম্বর ফেরিঘাটের একটি র্যাম্পের তার ছিঁড়ে যায় এবং অন্য র্যাম্পটির নিচ থেকে মাটি সরে যাওয়ায় সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যেকোনো মুহূর্তে এর তারও ছিঁড়ে যেতে পারে এমন আশঙ্কায় যাত্রী ও লঞ্চের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষ লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। লঞ্চগুলো বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই আকস্মিক সিদ্ধান্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা এখন বিকল্প হিসেবে ফেরি বা সড়কপথের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছেন।