তেলুগু চলচ্চিত্রের প্রিয় সুপারস্টার মহেশ বাবুর আজ ৫০তম জন্মদিন। ‘মুরারি’, ‘ওক্কাডু’, ‘আতাদু’, ‘পোকিরি’, এবং ‘শ্রীমন্থু’ সিনেমার মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে রাখা এই অভিনেতা, সাম্প্রতিক সময়ে ‘ভারত অণে নেনু’, ‘মহার্শি’, ‘সরিলেরু নীকেভারু’, ‘সরকারু ভারি পাত’, এবং ‘গুন্তুর কারাম’ এর মতো বাণিজ্যিক সফলতা অর্জন করেছেন।
তবে ভক্তরা অপেক্ষায় রয়েছেন এমন একটি সিনেমার জন্য, যেখানে মহেশ বাবুর পূর্ণ অভিনয় দক্ষতা ফুটে উঠবে।
এখন সেই অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ মহেশ বাবু এখন ভিশনারি পরিচালক এসএস রাজামৌলির সঙ্গে কাজ করছেন একটি অ্যাকশন নাটকে, যা শৈল্পিক ও ভিজ্যুয়াল দিক থেকে উচ্চমাত্রার হবে। এক বছরেরও বেশি সময় ধরে এই চরিত্রের জন্য নিজেকে বদলে নিচ্ছেন মহেশ, যা রাজামৌলির বড় পরিকল্পনার অংশ। এই সিনেমা তার ক্যারিয়ারে নতুন উচ্চতা নিয়ে আসবে এবং আন্তর্জাতিক বাজারেও পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সাদাসিধে জীবনযাপনে বিশ্বাসী মহেশ তার জন্মদিন কাটাচ্ছেন শুটিং সেটে, তার কঠোর পরিশ্রমের প্রতিফলন। ভক্তরা ‘আতাদু’ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে তার জন্মদিন উদযাপন করছেন, যা আবারো দর্শককে আকৃষ্ট করেছে।
এসএস রাজামৌলির সঙ্গে এই সিনেমাটি মহেশ বাবুর ভক্তদের জন্য অপেক্ষার ফসল হিসেবে দেখা হচ্ছে, যেখানে তার তারকা সম্মান, অভিনয় দক্ষতা ও বিনোদন সবকিছু মিলিয়ে একটি স্মরণীয় চলচ্চিত্র উপহার দেয়া হবে।
কেএন/টিএ