রাজধানীর বাজারে বৃষ্টির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও তুঙ্গে উঠেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে ডিম, সবজি ও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে। বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়া এবং পাইকারি বাজারে পণ্য পৌঁছাতে বাধার কারণে মূল্য বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহখানেক আগেও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। কাঁচা মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০, করলা ৬০ থেকে ৮০, বেগুন ১০০ থেকে ১২০, টম্যাটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক আঁটিতে ৫-১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে লাল ডিম ছিল ১২৫-১৩০ টাকা ডজন, এখন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০, সোনালি ৩০০-৩৩০ ও দেশি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮৫০ ও খাসি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে মিনিকেট ৮৫-৯২, নাজিরশাইল ৮৪-৯০, স্বর্ণা ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। রুই ৩৫০, কাতলা ৪০০, পাঙাশ ২০০, চিংড়ি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। একই কারণে পিঁয়াজের সরবরাহও কমেছে। এ বছর কৃষকের ঘরে মজুত থাকা অনেক পেঁয়াজ নষ্ট হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে সবজি ও ডিমের দাম কিছুটা কমবে।
কেএন/টিএ