গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (জিএমপি) ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বলেছেন, আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ এখনও ভীত।
শনিবার (৯ আগস্ট) সকালে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত পাঁচ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না।
কিন্তু পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান সেটি সম্ভব হবে না।
সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি কমিশনার বলেন, আমরা কাজ করছি। ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেপ্তার করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিশিয়েট করেন প্লিজ।
তিনি বলেন, আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি কিন্তু ডিটেকশন (শনাক্ত) করেছি। অপরাধ ঠেকাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনাদের কাছে আমি একটিমাত্র অনুরোধ করব— আপনারা পুলিশকে আবারো কাজ করার সুযোগ করে দেন।
কেএন/টিএ