সম্প্রতি দাদুকে হারিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কাছের মানুষের প্রয়াণে মানসিকভাবে বিধ্বস্ত তিনি এবং তার পরিবার। আপাতত সেই শোক সামলে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী।
রুক্মিণীর জীবনের অনেকটা জুড়ে ছিলেন তার দাদু। সাফল্যের আনন্দ হোক না বিশেষ দিনের উদযাপন, অভিনেত্রীর সব কিছুতেই শামিল ছিলেন তিনি। দাদুকে হারিয়ে ফেলার যন্ত্রণাও তাই প্রবল।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, সদ্য দাদুকে হারিয়েছি। আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি।
কাজ নিয়ে ব্যস্ত রূক্মিণীর জীবন আবর্তিত পরিবারকে ঘিরে। তাই কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল দেবের বিশেষ বন্ধু। রুক্মিণীর জীবনে শক্তির অন্যতম উৎস তার মা মধুমিতা মৈত্র।
বাবাকে হারিয়ে অভিনেত্রী যখন পুরোপুরিভাবে ভেঙে পড়েন, তাকে সাহস জোগান মা। তার কাছ থেকেই পিতৃবিয়োগের শোক সামলে শুটিং ফ্লোরে পা রাখার শক্তিও পেয়েছিলেন অভিনেত্রী।
অদূর অতীতে, দেবের সঙ্গে রুক্মিণীর সম্পর্ক নিয়েও কিছু কম জলঘোলা হয়নি। শোনা গিয়েছিল, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তবে যাবতীয় গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে জন্মদিন পালন করেন তিনি। তাকে পাশে রেখেই মেতে ওঠেন আনন্দে।
শুধু তাই নয়, দেবের আসন্ন ছবি 'ধূমকেতু'র মুক্তি নিয়েও রুক্মিণীর উচ্ছ্বাস দেখার মতো। কয়েক দিন আগেই ছবির গানে গানে গানটিতে প্রেমিকের সঙ্গে একটি রিল করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে রুক্মিণীও জানান যে, 'ধূমকেতু' নিয়ে দেবের সংগ্রামের সাক্ষী তিনি। তাই অবশেষে এই ছবি দর্শকদের কাছে পৌঁছে যাওয়ার উদযাপনের মনের মানুষের পাশেই থাকবেন।
চলতি বছরে মুক্তি পায় রুক্মিণীর 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'। রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে নামভূমিকায় দেখা যায় তাকে। বক্স অফিসেও ভাল ব্যবসা করে ছবিটি। তবে বিনোদিনী মুক্তির কিছু দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ১০২ জ্বরে কাবু হয়ে পড়েছিলেন শারীরিক অসুস্থতা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় যে হাসপাতালে ভর্তি করতে হয় রুক্মিণী মৈত্রকে। হাসপাতালের বেডে শুয়ে স্যালাইন হাতে একটি ছবি ভাগ করে রুক্মিণী লিখেছেন, 'হাল ছাড়ছি না বরং যুদ্ধ চালিয়ে যাচ্ছি।'
প্রসঙ্গত, এই ছবির শুটিংয়ের সময় প্রায় ১০৪ ডিগ্রি জ্বরের মাত্রায় ভোগেন রুক্মিণী। এমনকী ফ্লোরে পা ভেঙে যায় তার। তবে রুক্মিণীর অদম্য ইচ্ছা এবং প্রাণশক্তির জন্যই সব অসুস্থতাকে কাবু করে নাচে দৃশ্যের শুটিং করেন। অসুস্থতার জন্য শুটিং এর কোনও ক্ষতি হোক, তা কিছুতেই চাননি অভিনেত্রী।
তার আগে গত বছর পুজায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের 'টেক্কা'। দাপুটে পুলিশ অফিসার মায়া খাসনবিশের চরিত্রে নজর কেড়েছিলেন রুক্মিণী। বব কাট চুল, হাতে বন্দুক, পরনে লেদার জ্যাকেট, এমন অবতারে আগে ধরা দেননি অভিনেত্রী। তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।
এমকে/টিএ