এক ফ্রেমে ‘সাইয়ারা’র নায়ক আহান পান্ডে ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। রাখি পূর্ণিমার বিশেষ তিথিতে ভাইয়ের হাতে রাখি পরিয়েছেন অভিনেত্রী।
শাস্ত্র অনুযায়ী, শনিবার (৯ আগস্ট) সনাতন ধর্মের অন্যতম উৎসব রাখি পূর্ণিমা বা রাখি বন্ধনে তিথি পড়েছে। এদিন ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন বোনেরা। পারিবারিক আবহে উৎসবটি উদ্যাপন করছেন বলিউডের দুই সুপারস্টার।
সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আহান ও অনন্যার একগুচ্ছ ছবি। এসব ছবিতে দেখা যাচ্ছে, তিথিতে বিশেষ পূজা শেষে আহানকে রাখি পরাচ্ছেন অনন্যা।
সোশ্যাল মিডিয়ায় অনন্যা ও আহানের ছোটবেলার একটি ছবিও ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট দুই ভাই-বোন একে অন্যকে জড়িয়ে রয়েছে।
ছোটবেলার সে মুহূর্তকেই আরও একবার আপন করে নিয়ে একই পোজে আরও একবার ছবি তোলেন বলিউডের এ দুই সেলিব্রেটি। মন্তব্যের ঘরে দুই ভাই-বোনের জন্যই শুভকামনা আর ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা।
পিএ/টিএ