গোবিন্দের সঙ্গে প্রেমের গল্প যেন রূপকথার মতো হলেও, তার পথে ছিল কাঁটা ও তিক্ত অভিজ্ঞতা। কিশোরী বয়সেই জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দর প্রেমে পড়েন সুনীতা আহুজা। ১৮তে পা দেওয়ার আগেই তারা বিয়ে করেন। তবে শুরুতে স্ত্রীকে আড়ালে রাখেন গোবিন্দ, জনপ্রিয়তা কমে যাওয়ার আশঙ্কায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা শৈশবের এক তিক্ত স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, অষ্টম শ্রেণিতে অকৃতকার্য হন তিনি। পড়াশোনায় মন বসত না, বই হাতে নিলেই ঘুম এসে যেত। যদিও অঙ্ক ছিল প্রিয় বিষয়, অন্য বিষয়ে আগ্রহ ছিল না।
পরীক্ষায় ফেল করার পরও মাকে বলেন- “আমি পাশ করেছি।” কিন্তু মা সঙ্গে সঙ্গে মিথ্যা ধরে ফেলেন। সুনীতার ভাষায়, “তত দিনে মাকে জানিয়ে দিয়েছিলাম যে গোবিন্দর সঙ্গে সম্পর্কে আছি। তার মধ্যে আবার ফেল করেছি। মা শুনেই রেগে গিয়ে গরম কড়াই আমার গালে চেপে দেন।”
গোবিন্দর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেক কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে বলে জানান তিনি।
কেএন/টিএ