ইংলিশ ক্লাব ফুটবল মৌসুমের আনুষ্ঠানিক দামামা বাজবে রোববার (১০ আগস্ট)। মর্যাদার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। অল রেডদের সামনে ১৭তম শিল্ড জয়ের মিশন। অপরদিকে প্রথমবারের মতো শিল্ড জিতে ইতিহাস গড়ার লক্ষ্য প্যালেসের। ওয়েম্বলিতে দু'দলের ম্যাচ শুরু রাত ৮টায়।
লড়াইটা মর্যাদার। দুই ইংলিশ চ্যাম্পিয়নের ঐতিহ্যের লড়াই কমিউনিটি শিল্ড। যেখানে এবারের ব্যাটেল ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল বনাম এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের। লিভারপুলের সুযোগ ১৭তম কমিউনিটি শিল্ড জয়ের। আর প্যালেস দাঁড়িয়ে ইতিহাস গড়ার দাড়প্রান্তে। প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের হাতছানি এই দলটার সামনে। ইতিহাস কিংবা অতীত পরিসংখ্যান অসম হলেও, এই শিল্ড জয়ে এক চুলও ছাড় দিতে নারাজ দু'দল।
নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজিয়েছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ২৬৫ মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, মিলোস কারকাজ, জেরেমি ফ্রিমপংদের দলে ভিড়িয়েছে লিভারপুল। দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে অল রেডস। তবে, কমিউনিটি শিল্ডে না পাওয়ার সম্ভাবনা আছে অভিজ্ঞ ভার্জিল ফন ডাইক, অ্যালিসন বেকারদের।
মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন কোচ আর্নে স্লট। সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের।
মৌসুমের শুরুতেই শিরোপা জিততে চান স্লট। শনিবার (৯ আগস্ট) সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ বলেন, 'মৌসুমের শুরুতে কোনো ট্রফি জেতা গেলে সেটা অনেক আনন্দের। এবারে কমিউনিটি শিল্ডে আমরা একটা শক্তিশালী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবো। গেলো মৌসুমের শেষ ম্যাচে আমরা তাদের বিপক্ষে ড্র করেছি। তারা কাউন্টার অ্যাটাক, সেট পিস, লং থ্রো হুমকির কারণ। নিউক্যাসেলের মতো তারাও ফ্রি কিকে খুব কৌশলী।
দলটার ফরোয়ার্ডরা খুব ভালো সুযোগ তৈরি করতে পারে। ক্রিস্টাল প্যালেস খুব ভালো দল। তারা স্কোয়াড অপরিবর্তিত রেখেছে, তাই গেলো মৌসুমের ধারা এবারো অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে।'
এদিকে, প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের সুযোগ থাকলেও সামনে আছে বেশ কিছু বাধা। ক্লাবের মালিকানা জটিলতা ও দলবদল নিয়ে বেশ কিছু সমস্যায় আছে লন্ডসের ক্লাবটি। যদিও, এসবের মধ্যেও ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচের।
প্যালেস কোচ অলিভার গ্লাসনার বলেন, 'মৌসুমের শুরুতে একটা ট্রফি জেতার সুযোগ তাও আবার ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে। আমরা আমাদের খেলার ধরন আর শক্তিমত্তা দেখাতে চাই। প্রমান করতে চাই যে যেকোনো দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারি। লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা কেমন দল। সেই ধারা বজায় রেখেই খেলবো।'
দু'দলের মুখোমুখি ৬৪ দেখায় ৩৬ জয় আছে লিভারপুলের। বিপরীতে ১৫ ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস।
এমকে/টিকে