মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদ্রি প্রিমিয়ার লিগের মৌসুমের শুরুতে খেলতে পারবেন না। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর এখনো সেরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
গত মৌসুমে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন রদ্রি, যার ফলে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হয়। মৌসুমের শেষ দিকে মাত্র সাত মিনিট খেলতে পেরেছিলেন। পরে ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলেন এবং দুর্দান্ত পারফরম্যান্সে গার্দিওলার হতাশ দলকে কিছুটা স্বস্তি এনে দেন।
তবে দুর্ভাগ্য আবারও পিছু নিল স্প্যানিশ তারকাকে। আল হিলালের বিপক্ষে শেষ ষোলোয় বেঞ্চ থেকে নেমে অতিরিক্ত সময়ে কুঁচকির চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
গার্দিওলা বলেন, “রদ্রির অবস্থা আগের চেয়ে ভালো, তবে আল হিলালের বিপক্ষে বড় চোট পেয়েছিল। কয়েক দিন ধরে ভালোভাবে অনুশীলন করছে। আশা করছি, সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পুরো ফিট হয়ে যাবে।”
তবে কোনো ঝুঁকি নিতে নারাজ সিটি কোচ, “বিরতির আগে হয়তো কয়েক মিনিট খেলতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যথামুক্ত থাকা। আমরা চাই না, চোট নিয়ে সে আবার মাঠে ফিরুক।”
সিটির জন্য স্বস্তির বিষয়, আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলতে হবে- উলভসের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ, এরপর ঘরে টটেনহামের বিপক্ষে কঠিন লড়াই এবং বিরতির আগে শেষ ম্যাচ ব্রাইটনের মাঠে।
বিরতির পর শুরু হবে সিটির বড় চ্যালেঞ্জ- ১৩ সেপ্টেম্বর ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ডার্বি, আর আট দিন পর আর্সেনালের মাঠে গুরুত্বপূর্ণ লড়াই। এই দুই ম্যাচে রদ্রিকে পেতেই চাইবেন গার্দিওলা।
কেএন/এসএন