ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রীষ্মকালীন দলবদলে গোলরক্ষক খোঁজার তালিকায় এখনো শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজ। যদিও অ্যাস্টন ভিলা এখনো তার বিক্রি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি, তবু ওল্ড ট্র্যাফোর্ডের পক্ষ থেকে তাকে নিয়ে আগ্রহ কমেনি।
৩২ বছর বয়সী মার্তিনেজ ইতোমধ্যে সৌদি প্রো লিগ থেকে পাওয়া একটি মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের ভিলা পার্কে নিজের অবস্থান ঠিক থাকলেও, তার দল বদলের গুঞ্জন থামছে না।
ভিলা কোচ উনাই এমেরি আগে জানিয়েছিলেন, তার দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়কে বিক্রির কোনো পরিকল্পনা নেই। তবে ক্লাব যদি অন্য গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড়দের ধরে রাখতে সক্ষম হয়, তাহলে প্রয়োজন হলে মার্তিনেজকে ছাড়তে রাজি হতে পারে।
এদিকে, ইংলিশ ফুটবলে অভিজ্ঞতা ও বিশ্লেষণে পরিচিত সাবেক ইংল্যান্ড গোলরক্ষক পল রবিনসনও মনে করেন, মার্তিনেজ এখনো ম্যানইউর মূল লক্ষ্যগুলোর একটি। তিনি মনে করিয়ে দেন, ইউনাইটেড নতুন মৌসুমে ডেভিড ডি গিয়ার পরবর্তী দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছে এবং মার্তিনেজের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব সেই চাহিদা পূরণ করতে পারে।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ধারে নেওয়ার প্রস্তাব দিলে অ্যাস্টন ভিলা তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। তবু রুবেন আমরিমের অধীনে নতুন মৌসুমের প্রস্তুতিতে ক্লাবটি আবারো তাকে দলে টানার পরিকল্পনা করছে। ফলে চলতি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে মার্তিনেজকে ঘিরে বড়সড় একটি চমক দেখা যেতে পারে।
এফপি/ টিএ