বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্রের প্রযোজক করণ জোহর। তার সর্বশেষ পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে সম্মানিত হয়েছে। বলিউডের এ প্রভাবশালী নির্মাতা কাজের দিক থেকে যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের একটি অজানা দিক প্রকাশ করেছেন করণ, যা জানলে অবাক হবেন আপনিও।
করণ জানিয়েছেন, তিনি যখন একাকী থাকেন তখন কেনাকাটা করেন। একাকিত্ব দুর করতে ও মন ভালো করতে এমনটা করেন তিনি। যাকে বলা হয় ‘রিটেইল থেরাপি’।
সম্প্রতি সোল সাফার নামের একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন করণ জোহর।
সেখানে তিনি জানিয়েছেন, কীভাবে তিনি তার মানসিক সমস্যাগুলোর মোকাবেলা করছেন। করণ জোহর বলেন, ‘আমি আনন্দের খোঁজ করছি, কিন্তু সেটা আমার সফলতা থেকে আসছে না। এটা শুনতে হাস্যকর লাগলেও দীর্ঘ সময় ধরে আমি বিশ্বাস করতাম কেনাকাটা আমার জন্য এক ধরনের থেরাপি।’
এমনটা অনেকের ক্ষেত্রেই হয়।
সাফল্যও তাদের আনন্দ দেয় না। করণ জোহর সেই প্রসঙ্গে বলেন, ‘আমি বারবার জিনিসপত্র কিনছিলাম। আমি আমার মনের গভীর দুঃখ বা একাকিত্ব ঢাকতে চাচ্ছিলাম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। আমি বুঝতে পারলাম এটা এক ধরনের রোগ। আমি অনুভূতিগুলোর জায়গা পূরণ করছিলাম বস্তু দিয়ে।
কিন্তু এটা কোনো সমাধান নয়, আর এটাই ‘রিটেইল থেরাপি।’
করণের এই কথাগুলো সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন করণের সাহসী স্বীকারোক্তিকে সম্মান জানিয়ে প্রতিক্রিয়া জানান। ক্লিভল্যান্ড ক্লিনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিটেইল থেরাপি’ মানে হলো এমনভাবে কেনাকাটা করা, যা আপনার মেজাজ ভালো করতে বা কঠিন আবেগ এড়াতে সাহায্য করে। সাধারণত এতে এমন জিনিস কেনা হয় যা আপনার প্রয়োজন নেই। যেমন গহনা, জুতা বা ইলেকট্রনিকস সামগ্রী।
এমকে/টিএ