গত বছর থেকে চলতি পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ডেথ বোলিংয়ে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বিশেষ করে ম্যাচের শেষ ওভারগুলোতে তার বোলিং ছিল বেশ কার্যকরী। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ডেথ ওভারে সেরা পাঁচ বোলারের তালিকায় বাংলাদেশের দুই পেসার—তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান—বিশেষ স্থান অর্জন করেছেন।
ডেথ বোলিংয়ের দিক দিয়ে সর্বোচ্চ দক্ষতায় থাকা তাসকিনের ইকোনমি রেট মাত্র ৬.১৮। এই সময়ে তিনি ১৮টি ম্যাচে ডেথ ওভারে বল করে ১৭টি উইকেট নিয়েছেন। তার পরেই তালিকায় স্থান করে নিয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, যিনি ১০ ইনিংসে ৬.৭৭ ইকোনমি রেটে ৯ উইকেট শিকার করেছেন।
অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস তিন নম্বরে অবস্থান করছেন, যিনি ১০টি ইনিংসে ৬.৮৫ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান চার নম্বরে আছেন। ২০ ইনিংসে তিনি ডেথ ওভারে ৭.৩৭ ইকোনমি রেটে বল করেছেন এবং ১৫ উইকেট শিকার করেছেন।
পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির পাঁচ নম্বরে অবস্থান করছেন। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরেই ডেথ বোলিংয়ে আলো ছড়িয়েছেন তিনি। ২০২৪ সালের জানুয়ারি থেকে ১০টি ইনিংসে তার ইকোনমি রেট ৭.৪৬ এবং উইকেট সংখ্যা ৩।
চলতি বছরে বাংলাদেশ একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা। এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এফপি/ টিএ