তরুণদের রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা বাংলাদেশের জন্য অশনি সংকেত মনে করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, অনেক নেতৃত্বই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে।
রোববার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেসে জাতীয় যুব সম্মেলনের আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন তারিকুল ইসলাম।
আগামী মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন। সেখানে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেও জানান তিনি।
তারিকুল ইসলাম বলেন, বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান রাজনৈতিক দলের জাতীয় নেতারাও থাকবেন এ সম্মেলনে। সম্মেলন থেকে ঘোষণা করা হবে যুব সমাজের ইশতেহার এবং পাঠ করা হবে যুব শপথ।
এর বাইরেও তিনি অভিযোগ করেন, তরুণদের রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বিভিন্ন মহল।
তারিকুল ইসলাম দাবি করেন, অনেক নেতৃত্বই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। কক্সবাজারের ঘটনাসহ প্রতিনিয়তই মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এনসিপি নেতারা। তাছাড়াও সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক নিয়েও এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। মূলত বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না। তাই তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে।
কেএন/এসএন