তেলুগু চলচ্চিত্রের আগামীর অনুভূতিপূর্ণ প্রেমের গল্প ‘মারোক্কাসারি’র শিরোনাম পোস্টার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ভালোবাসার গল্পের প্রাকদর্শন উপহার দিয়েছে। নিথিন লিঙ্গুতলা পরিচালিত ও রচিত এই সিনেমাটি সিকেএফিল্ম মেকার্সের প্রযোজনায় নির্মিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নরেশ আগস্ত্য ও সঞ্জনা সরাধি।
ছবিটিতে রয়েছে ছয়টি সুরেলা গান, যা ভারত মানচিরাজু রচনা করেছেন। এই গানের সুরে গান গেয়েছেন তেলুগু সিনেমার খ্যাতিমান কণ্ঠশিল্পী কার্তিক, প্রদীপ কুমার, দেবন একাম্বরাম এবং জ্যাসি গিফট।
‘মারোক্কাসারি’র শুটিং হয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলীর মাঝে, যেমন- কেরালা, সিক্কিম এবং তিব্বতের সীমান্ত এলাকা। বিশেষ করে ছবিটির একটি বিশেষ গৌরবের বিষয় হলো এটি ভারতের প্রথম সিনেমা যা গুরুডংমার হ্রদের মনোমুগ্ধকর সৌন্দর্যে শুটিং হয়েছে। এই হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৪৩০ মিটার উচ্চতায় অবস্থিত, যা এটিকে চলচ্চিত্র ইতিহাসে অনন্য করে তোলে।
শিরোনাম পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে উষ্ণ প্রতিক্রিয়া পাওয়া গেছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশন কাজ তৎপরতার সঙ্গে চলছে এবং শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এফপি/ এস এন