ছোট পর্দায় দাপুটে অভিনয়ের পর বছর দুয়েক আগে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর।
প্রথম সিনেমাতেই রীতিমতো বাজিমাত করেন তিনি। এরপর বছর খানেকের জন্য একদমই লোকচক্ষুর আড়ালে চলে যান এই নায়ক। ফেলেন শিহাব শাহিনের দাগী সিনেমা দিয়ে।
সবশেষ ঈদুল আজহায় তাকে দেখা গেছে ‘তান্ডব’ সিনেমার একটি বিশেষ চরিত্রে। যেখানে তিনি ‘সুড়ঙ্গ ২’র ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে যে, কবে আসছে সিক্যুয়েলটি?
শনিবার (৯ আগস্ট) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গিয়েও শিক্ষার্থীদের একই প্রশ্নের মুখে পড়েন এই অভিনেতা। যেখানে নিশো জানালেন, হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি। যদিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু সিনেমার অ্যাকশন ও দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে শতভাগ ফিট নন।
সুড়ঙ্গ-২ নিয়ে নিশোর কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। পাশাপাশি আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে একটা ‘নি সার্জারি’ করাতে হবে।
এ সময় মজা করে নিশো বলেন, ‘‘এটা এর আগে কখনও বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে ‘তোমার তো পা ভাঙা’, তাহলে তো আর কাজ পাব না!’’
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও শেয়ার করেন নিশো। অভিনেতা জানান, ক্যারিয়ারের শুরুটা কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়। বরং টিভি নাটক থেকেই অভিনয় শিখেছেন তিনি।
প্রসঙ্গত, আফরান নিশোকে আগামীতে দেখা নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ। চলতি বছরের শেষদিকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এসএন