ভারতের সমসাময়িক বাণিজ্যিক সিনেমার মানচিত্রে একটি নাম এখন সবচেয়ে আলোচিত- হোমবালে ফিল্মস। 'কেজিএফ', 'কান্তারা' আর 'সালার'- এর মতো সাফল্যের পর এবার আরও বড় চমক নিয়ে হাজির হয়েছে এই প্রযোজনা সংস্থা। দুই সুপারস্টার, প্রভাস ও হৃতিক রোশনকে নিয়ে একের পর এক নতুন প্রকল্প ঘোষণা করে আবারও প্রমাণ করল তারা শুধু সিনেমা বানায় না, সিনেমাকে মহোৎসবে রূপ দেয়।
প্রভাসের সঙ্গে হোমবালে ফিল্মসের তিনটি ছবির বিশাল চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই চুক্তির অন্যতম আকর্ষণ 'সালার' ছবির বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল, যার কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে। শুধু সালার-২ নয়, প্রভাসের হাতে রয়েছে আরও দুটি বড় বাজেটের ছবি- ‘দ্য রাজা সাব’, যেটি মুক্তি পাবে আগামি সংক্রান্তি উৎসবে, এবং 'ফৌজি', যার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ৩ এপ্রিল।
অন্যদিকে, হৃতিক রোশনকে নিয়ে এক বিশাল প্যান-ইন্ডিয়া প্রজেক্ট হাতে নিয়েছে হোমবালে ফিল্মস। যদিও এই ছবির বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে, তবে জানা গেছে এটি হবে একদম নতুন মেজাজের, বিশাল পরিসরের একটি চলচ্চিত্র। হৃতিকের ক্যারিয়ারে এটি হতে পারে সবচেয়ে ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং কাজগুলোর একটি।
প্রভাস ও হৃতিক- দুই ভিন্ন ধারার তারকা। একজনের রগচটা অ্যাকশন আর অন্যজনের স্টাইল আর গ্রেস মিলে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ যে আরও বৃহৎ ও বৈচিত্র্যময় হতে চলেছে, তার ইঙ্গিত দিচ্ছে এই প্রযোজনা সংস্থার পদক্ষেপ। হোমবালে ফিল্মস যে শুধু দক্ষিণ ভারত নয়, বরং সমগ্র ভারতীয় চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে চায়, তা এখন স্পষ্ট।
এই সব প্রকল্প শুধু বক্স অফিস নয়, সিনেপ্রেমীদের প্রত্যাশাও বহু গুণে বাড়িয়ে দিয়েছে।
কেএন/এসএন