যুব ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় যুবা প্রোটিয়ারা। আর তাতেই ৩৩ রানের জয় পায় বাংলাদেশের যুবারা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে। কিন্তু রান অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই ফিরে যান দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ।
আবরার ২১ ও রিফাত করেন ১৬ রান। ওয়ানডাউনে নামা আজিজুল হক তামিম মোটেই ইম্প্যাক্ট রাখতে পারেননি, ব্যান্ডাইল মাবাথার শিকার হওয়া এ ব্যাটার ২৮ বলে করেন মাত্র ৭ রান।
কালাদ সিদ্দিকী ও রিজান হোসেন এরপর চাপ তো সামাল দেনই, গড়েন বড়সড় জুটিও। ১১৭ রানের জুটির পর কালাম সাজঘরে ফেরেন। তার ৭৫ বলের ইনিংসে আছে ৬টি চারের মার।
রিজান এরপর জুটি বাধেন মো. আবদুল্লাহর সঙ্গে। নিজে হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৯৫ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন। ৯৬ বলে ১০টি চার হাঁকান তিনি।
আবদুল্লাহ ও সামিউন দারুণ দুটি ক্যামিও ইনিংস খেলেছেন। ২৮ বলে প্রথমজন ৩৮ ও ৮ বলে সামিউন ১৩ রান করেন। বায়ান্দা মাজোলা নেন এক উইকেট।
এফপি/ টিএ