রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা মো. হৃদয় হাসান লাবলুকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
রবিবার (১০ আগস্ট) ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রবিবার বিকেলে ধানমণ্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফপি/ টিএ