যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান মাঝ-আকাশে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হওয়ার পর জাপানের কাগোশিমা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন মতে, এ ঘটনার পর ২০ মিনিটের জন্য রানওয়ে বন্ধ থাকার কারণে ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট বিলম্বিত হয়।
এটি সাম্প্রতিক সময়ে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানের ত্রুটির দ্বিতীয় ঘটনা। এর আগে, গত ১৪ জুন যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে একটি এফ-৩৫বি যুদ্ধবিমান হাইড্রোলিক ত্রুটির কারণে ভারতের কেরালার তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ করে।
যুক্তরাজ্যে যাওয়ার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার আগে এটি পাঁচ সপ্তাহ ধরে কেরালায় ছিল।
পঞ্চম প্রজন্মের এই স্টিলথ ফাইটারটি যুক্তরাজ্যের এইচএমএস প্রিন্স অব ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যা বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কাজ করছে এবং সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ সামুদ্রিক মহড়া সম্পন্ন করেছে।
এফ-৩৫বি অত্যন্ত উন্নত স্টিলথ জেট, যা লকহিড মার্টিনের নির্মিত এবং তাদের স্বল্প উড্ডয়ন ও উল্লম্ব অবতরণ ক্ষমতার জন্য পরিচিত।
এফপি/ টিএ