১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত 'থাম্মুদু' ছিল শুধু একটি সিনেমা নয়, ছিল এক বিপ্লব। এই ছবি দিয়েই দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা পাওয়ান কাল্যাণ নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন পূর্ণাঙ্গ ‘মাস অ্যাকশন হিরো’ হিসেবে। তরুণ প্রজন্মের মনে স্থায়ী আসন গড়ে নেওয়া এই চলচ্চিত্র এবার ফিরছে নতুন রূপে।
আগামী ২ সেপ্টেম্বর, ২০২৫- পাওয়ান কাল্যাণের জন্মদিন উপলক্ষে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘থাম্মুদু’। এই উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস ও প্রস্তুতি। বহু স্মৃতি জড়ানো এই ছবিটি বড় পর্দায় আবার দেখার সুযোগে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকরা।
'থাম্মুদু' পরিচালনা করেছিলেন পি এ অরুণ প্রসাদ এবং প্রযোজক ছিলেন শিবা রামা কৃষ্ণ। ছবির মূল চরিত্রে ছিলেন পাওয়ান কাল্যাণ, প্রীতি ঝিনজিয়ানি ও আদিতি গোভিত্রিকার। এই ছবির অন্যতম আকর্ষণ ছিল রামানা গোগুলার সুরে তৈরি গানগুলো, যেগুলো সেই সময়ের চার্টে ছিল শীর্ষে।
ছবির গল্প, স্টাইলিশ পোশাক, সংলাপ ও হাস্যরস মিশিয়ে এক অপূর্ব মিশ্রণ তৈরি করেছিল 'থাম্মুদু', যা এক প্রজন্মের তারুণ্যকে প্রতিনিধিত্ব করেছিল। পাওয়ান কাল্যাণের দুর্দান্ত পর্দা উপস্থিতি ও অনবদ্য অভিনয় আজও তার ভক্তদের হৃদয়ে অম্লান। ৪কে সংস্করণে ছবিটি নতুন করে প্রাণ পাবে এবং সেই পুরনো আবেগগুলো আবারও জেগে উঠবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে ভারতের চলচ্চিত্রে পুরনো ক্লাসিকদের ৪কে রিস্টোর করে পুনরায় মুক্তি দেওয়ার যে ধারা চলছে, ‘থাম্মুদু’র পুনরায় মুক্তি সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে।
কেএন/এসএন