গাজাকে ভুলে যেও না- ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরা সাংবাদিকের শেষ বার্তা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের একজন হচ্ছেন আনাস আল-শরীফ। গাজায় চলমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র কণ্ঠ ছিলেন তিনি।

ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে গাজা নিয়ে সর্বশেষ বার্তা দিয়ে গেছেন আনাস আল-শরীফ। আবেগঘন ওই বার্তায় তিনি গাজাকে ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলের হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ মৃত্যুর আগে আবেগঘন কিছু ইচ্ছা ও শেষ বার্তা রেখে গেছেন। সেখানে তিনি বিশ্বকে অনুরোধ করেছেন- অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনি জনগণকে যেন কেউ ভুলে না যায়।

রোববার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই ইচ্ছাপত্রে আল-শরীফ লিখেছেন, তিনি নিজের সর্বশক্তি ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন “নিজের জনগণের কণ্ঠস্বর ও সহায়তায় নিযুক্ত মানুষ হতে।”

তিনি বলেন, “আমার আশা ছিল আল্লাহ আমাকে দীর্ঘ জীবন দেবেন, যাতে আমি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের দখলকৃত আসকালান (আল-মাজদাল) শহরে ফিরে যেতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আমি জীবনের প্রতিটি ক্ষণে বেদনা অনুভব করেছি, বহুবার কষ্টের স্বাদ পেয়েছি, তবুও সত্যকে বিকৃত না করে সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনো দ্বিধা করিনি।”

টিআরটি ওয়ার্ল্ড বলছে, আল-শরীফের পরিবারে তার মা, স্ত্রী ও দুই সন্তান আছেন। নিজের মৃত্যুর পর সন্তানদের, বিশেষ করে কন্যা ও ছেলের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “তাদের পাশে থাকুন, আল্লাহর পর আপনি-ই হোন তাদের ভরসা। আমি যদি মৃত্যুবরণ করি, তবে নিজের নীতিতে অটল থেকেই করব।”

বার্তায় তিনি বিশ্ববাসীকে আহ্বান জানান, ফিলিস্তিন ও এর জনগণের পাশে থাকার জন্য, বিশেষ করে নিরপরাধ শিশুদের জন্য। নীরব না থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন ফিলিস্তিনের মুক্তির সেতুবন্ধন হয়ে ওঠেন।

তিনি লিখেছেন, “আমি তোমাদের হাতে অর্পণ করছি ফিলিস্তিনকে- এটা মুসলিম বিশ্বের মুকুটমণি, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের হাতে অর্পণ করছি এর জনগণকে, নিরপরাধ সেই শিশুদের, যারা কখনো স্বপ্ন দেখার বা নিরাপদে বেঁচে থাকার সুযোগ পায়নি।”

তিনি আরও বলেন, “শিকল যেন তোমাদের নীরব না করে, সীমান্ত যেন আটকে না রাখে। ভূমি ও মানুষের মুক্তির পথে সেতু হয়ে ওঠো, যতক্ষণ না আমাদের চুরি যাওয়া মাতৃভূমিতে মর্যাদা ও স্বাধীনতার সূর্য উদিত হয়।”

নিজের এই উইলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে শহীদ হিসেবে কবুল করা হয় এবং গুনাহসমূহ ক্ষমা করা হয়। শেষ লাইনে তিনি লিখেন, “গাজাকে ভুলে যেও না... আর তোমাদের আন্তরিক দোয়ার মধ্যে আমাকে ভুলে যেও না।”

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
গ্ল্যামার আর নাচে বলিউড মাতানো জ্যাকুলিনের আজ জন্মদিন Aug 11, 2025
img
লাওস থেকে সরাসরি ছুটিতে যাচ্ছেন বাটলার Aug 11, 2025
img
ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস আলম Aug 11, 2025
img
জন্মদিনে অপূর্ণ স্বপ্নের কথা জানালেন জ্যাকলিন Aug 11, 2025
img
দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম শুরু হবে: চসিক মেয়র Aug 11, 2025
গাড়িতে ২ মরদেহ, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ! Aug 11, 2025
img
কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, বাড়বে মেয়াদ Aug 11, 2025
img
চার মিনিটের দৃশ্যের জন্য তিন দিন শুটিং করেছিলো কারিশমা-আমির Aug 11, 2025
img
আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান Aug 11, 2025
img
বিসিবি বিপিএলের ভাবমূর্তি নষ্ট করেছে: সামির কাদের Aug 11, 2025
img
নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় : ইসলামী আন্দোলন Aug 11, 2025
img
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Aug 11, 2025
img
সাউথইস্টের ছাত্র হত্যা মামলার আসামি ভারতে গ্রেপ্তার Aug 11, 2025
img
নির্বাচনে কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশের বেশি মানুষ: জরিপ Aug 11, 2025
img
বিশ্ববাজারে বেড়েই চলেছে ক্রিপ্টোকারেন্সির দাম Aug 11, 2025
img
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে : তারেক রহমান Aug 11, 2025
img
মানসিক দিক থেকে কখনোই দুর্বল হওয়া উচিত নয় : সুদীপ্তা চক্রবর্তী Aug 11, 2025
img
দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব নয়: দুদক চেয়ারম্যান Aug 11, 2025
img
সুরভীর প্রেমে চীন থেকে বিরলে ছুটে এলেন ইয়ং সং Aug 11, 2025
বহু বছরের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়া আহসান Aug 11, 2025