কপালজোরে বেঁচে গেলেন কংগ্রেস নেতা

কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) ফ্লাইটে করে দিল্লি যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এর প্রায় ঘণ্টাখানেক পর পাইলট সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করেন। পরে চেন্নাইয়ে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বেণুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘কপালজোরে বেঁচে গেলাম।’

বেণুগোপাল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া (এআই-২৪৫৫) বিমানটি তিরুঅনন্তপুরম বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ছেড়েছিল। ছাড়ার কিছুক্ষণ পর থেকেই বিমানে প্রচণ্ড ঝাঁকুনি হয়। প্রায় ঘণ্টাখানেক ওড়ার পর পাইলট সিগন্যালে‌ ত্রুটির কথা ঘোষণা করেন। এর পরেই আমাদের বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। জরুরি অবতরণের আগে প্রায় দু’ঘণ্টা ধরে আমাদের বিমানটি চেন্নাই বিমানবন্দরের আশপাশে ঘুরতে থাকে। যেই রানওয়েতে আমাদের বিমান নামানোর কথা ছিল, সেখানে আর একটি বিমান থাকায় মাঝ-আকাশে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।’ তিনি আরও জানান, ‘ওই বিমানে তার সঙ্গে বেশ কয়েকজন সাংসদ এবং বহু সাধারণ যাত্রী ছিলেন। এই ঘটনার পর সবাই আতঙ্কিত।’

বেণুগোপাল এক্স হ্যান্ডলে আরও লেখেন, ‘ক্যাপ্টেনের জরুরি অবতরণের সিদ্ধান্তে বিমানে থাকা সব যাত্রী নিরাপদ এবং সুরক্ষিত। এ বারে কপালজোরে আমরা বেঁচে গিয়েছি, কিন্তু প্রতি বার যাত্রীদের নিরাপদ এবং সুরক্ষা ভাগ্যের ওপর ছাড়া ঠিক নয়। আমার অনুরোধ, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে বিষয়ে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা যেন তৎপর হয়। এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই ঘটনার দ্রুত তদন্ত করা হোক।’

রোববার (১০ আগস্ট) মাঝ-আকাশে প্রযুক্তিগত ত্রুটির মুখে পড়ে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান। বিমানটিতে বেণুগোপাল ছাড়াও ছিলেন  ইউডিএফের আহ্বায়ক আদুর প্রকাশ, প্রবীণ দুই কংগ্রেস নেতা কোডিকুনিল সুরেশকে ও কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর সাংসদ রবার্ট ব্রুস।

বেণুগোপালের পোস্টের পর, এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানের গতিপথ চেন্নাইয়ের দিকে করা হয়েছিল। এই বিমানবন্দরে প্রথমবার অবতরণের চেষ্টা করলে এটিসি সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে। তবে, সেই সময়ে রানওয়তে অন্য কোনো বিমান ছিল না বলে দাবি সংস্থার।

বিমান সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সুপ্রশিক্ষিত পাইলটেরা বিমানে সব সময়ে ‘যথাযথ’ পদ্ধতি মেনে চলেছেন। আপনার এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
অর্থঋণ মামলার তথ্য বছরে দুইবার জমা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের Aug 11, 2025
img
ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট: ইসি সানাউল্লাহ Aug 11, 2025
img
কুয়ালালামপুর বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস Aug 11, 2025
ঘুমের মধ্যে যে আমল চলতে থাকে | ইসলামিক টিপস Aug 11, 2025
মৌচাকে অজ্ঞাত ২ মরদেহ পরিচয় জানালো প্রত্যক্ষদর্শী Aug 11, 2025
বরিশালে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা: ৫ম দিনের মতো চলছে ‘ব্লকেড’ কর্মসূচি Aug 11, 2025
যেভাবে মৌচাকে খোঁজ মিললো অজ্ঞাত ২ মরদেহের Aug 11, 2025
img
ইরানের হাতে জব্দ বিদেশি ট্যাঙ্কার Aug 11, 2025
img
গ্ল্যামার আর নাচে বলিউড মাতানো জ্যাকুলিনের আজ জন্মদিন Aug 11, 2025
img
লাওস থেকে সরাসরি ছুটিতে যাচ্ছেন বাটলার Aug 11, 2025
img
ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে: সারজিস আলম Aug 11, 2025
img
জন্মদিনে অপূর্ণ স্বপ্নের কথা জানালেন জ্যাকলিন Aug 11, 2025
img
দ্রুতই বর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম শুরু হবে: চসিক মেয়র Aug 11, 2025
গাড়িতে ২ মরদেহ, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ! Aug 11, 2025
img
কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, বাড়বে মেয়াদ Aug 11, 2025
img
চার মিনিটের দৃশ্যের জন্য তিন দিন শুটিং করেছিলো কারিশমা-আমির Aug 11, 2025
img
আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান Aug 11, 2025
img
বিসিবি বিপিএলের ভাবমূর্তি নষ্ট করেছে: সামির কাদের Aug 11, 2025
img
নির্বাচনী পরিবেশের জন্য সরকারের উদ্যোগ আয়োজন যথেষ্ট নয় : ইসলামী আন্দোলন Aug 11, 2025
img
মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Aug 11, 2025