বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রশংসা করছেন, এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। অন্য সবার মতো সেই ভিডিও দেখে অবাক হয়েছিলেন অভিনেতা আর. মাধবনও। তবে বিরাটের স্ত্রী আনুশকার ফোন পেয়ে তিনি বুঝতে পারেন যে ভিডিওটি কৃত্তিমভাবে তৈরি।
জি টিভি এমই-কে দেওয়া এক সাক্ষাৎকারে, যখন মাধবনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি কখনও প্রতারণার শিকার হয়েছেন কি না, মাধবন জানান সেই ঘটনা।
অভিনেতা জানান, তিনি একবার ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ভিডিও দেখেছিলেন যেখানে রোনালদোকে বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করতে এবং তাঁকে ‘লেজেন্ড’ বলতে দেখা যায়। ভিডিওটিকে সত্যি মনে করে মাধবন গর্বের সঙ্গে সেটি বন্ধুদের পাঠান এবং এমনকি ইনস্টাগ্রামেও পোস্ট করেন। কিন্তু পরে আনুশকা শর্মা তাঁর কাছে বার্তা পাঠিয়ে সতর্ক করেন যে ভিডিওটি আসলে এআই দিয়ে বানানো।
অভিনেতা স্বীকার করেন, এতে তিনি কিছুটা লজ্জিত হয়েছিলেন, তবে বুঝতে পেরেছিলেন তথ্য শেয়ারের আগে সতর্ক থাকার গুরুত্ব।
তিনি বলেন, নিজেকে সচেতন মনে করলেও সহজেই প্রতারিত হয়েছিলেন। আনুশকা ভিডিওটির ত্রুটি দেখানোর পর তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং জোর দিয়ে বলেন, কিছু শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা জরুরি।
আর. মাধবন সর্বশেষ ‘আপ জেয়সা কোই’ সিনেমায় অভিনয় করেছেন, যেখানে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন ফাতিমা সানা শেখ। এর আগে তিনি নয়নতারা ও সিদ্ধার্থের সঙ্গে ‘টেস্ট’ ছবিতে অভিনয় করেন।
এমকে/টিকে