ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। এ সময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, শিব সেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে পুলিশ আটক করে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে আজ সোমবার সকালে দিল্লির কেন্দ্রীয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায়, বহু রাজনীতিবিদ ও কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন। পুলিশ ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করছেন। পরিস্থিতি আরো নাটকীয় হয়, যখন তৃণমূল সাংসদ মিতালি বাগ আচমকা অজ্ঞান হয়ে পড়েন এবং রাহুল গান্ধী তাকে সাহায্য করেন।

দিনের শুরুতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের দপ্তরের পদযাত্রার পরিকল্পনা করেছিল।

কিন্তু পুলিশ আগেই পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এবং প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করলে তাদের ঘেরাও করে আটক করা হয়। এই পরিস্থিতির জেরে লোকসভা ও রাজ্যসভা দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীদের অভিযোগ — নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিবর্তন ও ভোট কারচুপির মাধ্যমে বিজেপিকে জেতাতে সক্রিয় ভূমিকা নিয়েছে।

গত বছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই এই অভিযোগ বাড়ছে। কংগ্রেস, শিব সেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) অভিযোগ করেছে, ভোটার তালিকায় হেরফের করে বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তারা দেখিয়েছে—ফেডারেল নির্বাচনে বিজেপির পরাজয়ের ছয় মাসের মধ্যেই মহারাষ্ট্রে অস্বাভাবিক হারে নতুন ভোটার যোগ হওয়া। একই ধরনের অভিযোগ কর্নাটকের লোকসভা নির্বাচন নিয়েও উঠেছে।

গত সপ্তাহে রাহুল গান্ধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে তথ্য-প্রমাণ দেখিয়ে দাবি করেন, ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি হয়েছে।

তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান—ভোটার তালিকার একটি খসড়া প্রকাশ করা হোক, যাতে বিরোধীরা ভুল খুঁজে বের করতে পারে।
বিক্ষোভ আরো তীব্র হয়, যখন নির্বাচন কমিশন বিহারের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু করে। যা রাজ্যের নির্বাচনের কয়েক মাস আগে চালু হয়। এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। 

আবেদনকারীরা অভিযোগ করেন, কমিশনের এই পদক্ষেপ তার ক্ষমতার বাইরে এবং সময়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত—যাতে বিরোধীদের ভোটব্যাংক বাদ দেওয়া যায়। এ ছাড়াও, ভোটার পুনঃযাচাইয়ের জন্য আধার বা কমিশনের নিজস্ব পরিচয়পত্রের মতো সাধারণ সরকারি আইডি বাতিল করায় বিতর্ক বাড়ে। সুপ্রিম কোর্ট অবশ্য ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া চালু রাখতে অনুমতি দেয়, তবে নির্দেশ দেয় যেন প্রকৃত ভোটারদের বাদ না দেওয়া হয় এবং যাদের বাদ দেওয়া হয়েছে তাদের আপিল করার যথেষ্ট সময় দেওয়া হয়।

নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই নেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগের জবাবে কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে—তিনি যেন সই করা হলফনামায় প্রমাণসহ তার দাবি জমা দেন।
সূত্র : এনডিটিভি

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় এক আসামির দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি Aug 11, 2025
img
হাসপাতালের কঠিন দিনে প্রেমে পড়েন সালমান-নাদিয়া Aug 11, 2025
img
রাখাইনে নির্বাচনের পথে বড় বাধা বিদ্রোহী গোষ্ঠী Aug 11, 2025
img
এই মুহূর্তে খুলে কিছু বলতে পারছি না : মন্দিরা Aug 11, 2025
img
নতুন মিউজিক ভিডিওতে সৈকত নাসিরের সিনেমাটিক ম্যাজিক Aug 11, 2025
img
প্রতিহিংসার রাজনীতির কবর দিতে আবু সাঈদরা জীবন দিয়েছেন : শিবির সভাপতি Aug 11, 2025
img
নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানির অভিযোগ Aug 11, 2025
img
হাইকোর্টে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল Aug 11, 2025
img
ভারতে আটক ৫ বাংলাদেশি, একজন পুলিশ সদস্য, তিনজন আ. লীগ কর্মী বলে দাবি Aug 11, 2025
পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তান সেনাপ্রধান Aug 11, 2025
"প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার: শেখ হাসিনা পরিবার অভিযুক্ত" Aug 11, 2025
img
৫ আগস্টের পর অনেকে লোভে পড়ে গেছে : এ্যানি Aug 11, 2025
img
চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাকে শোকজ Aug 11, 2025
img
৭০ শতাংশ মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে: জরিপ Aug 11, 2025
img
সরকারি ১৯ কলেজের জন্য বেতন-ভাতা পরিশোধে বরাদ্দ Aug 11, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা Aug 11, 2025
img
একের পর এক অভিযোগের চাপে মাঠের বাইরে পেসার দয়াল Aug 11, 2025
img
১২০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ Aug 11, 2025
img
সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং থেকে দুই মরদেহ উদ্ধার Aug 11, 2025
নতুন সিনেমা ‘সাইয়ারা’ নিয়ে উঠল নকলের প্রশ্ন! Aug 11, 2025