জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’খ্যাত এই নির্মাতা এই সিনেমা দিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। এরপর নির্মাণ করেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘তালাশ’, ‘সুলতানপুর’, ‘পাপ’, ‘ক্যাসিনো’সহ ‘ব্যাড বয়েজ’, ‘দ্য ট্রাপ’ এবং নেটওয়ার্ক’র মতো সফল ওয়েব সিরিজ।
আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’সহ তার হাতে রয়েছে কয়েকটি সিনেমার কাজ। তবে সিনেমা-ওয়েব সিরিজের কাজের ফাঁকে ফাঁকে তিনি করে থাকেন মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন।
যেসব কাজে থাকে পরিপূর্ণ সিনেমার ফিল। তার নির্মিত গানের মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনে থাকে অসামান্য কোরিওগ্রাফির জাদু, শিল্পীদের নাচের মুভমেন্ট।
তার কাজের মান নিয়ে কোনো সন্দেহই নেই কারও। ছোট হোক বা বড় বাজেট, তিনি ‘ভিন্ন স্বাদ’ দেওয়ার ম্যাজিক জানেন! আসিফ আকবরের ‘আগুন’ গান দিয়ে তিনি মিউজিক ভিডিওর চেনা স্টাইলকে বদলে দিয়েছিলেন! তার হাত ধরেই নতুন করে বাংলাদেশি মিউজিক ভিডিও সিনেমাটিক জার্নি শুরু বলা চলে।
সম্প্রতি তিনি নির্মাণ করেছেন জাহের আলভী ও অলংকার চৌধুরীকে মডেল করে নতুন একটি মিউজিক ভিডিও, যেটি মূলত একটি ব্যান্ডের প্রোমোশনাল ক্যাম্পেইন। শিরোনাম ‘ঘুরাই চলো মনের হুইল’। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিরও গানটি গেয়েছেন কনা ও হাসান এস ইকবাল।
রিলিজ হওয়া এই প্রমোশনাল ভিডিওটি দেখে দর্শকরা বলছেন, ‘এত সূক্ষ্ম ও সৃজনশীলভাবে করা হয়েছে, লিরিক থেকে ভিজুয়াল পর্যন্ত যা প্রোডাক্ট প্লেসমেন্টের নতুন মডেল হিসেবে আদর্শ বলা যায়। এডিটিং মাস্টারি, শট ট্রানজিশন থেকে টেম্পোর ম্যানিপুলেশন, সবই নিখুঁত! শিল্পীদের পারফর্মেন্স
এসএন