স্যান্ডি সাহা কলকাতার পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন স্যান্ডি। পাশাপাশি ছোটখাটো বিভিন্ন চরিত্রেও তিনি কাজ করছেন। তবে সম্প্রতিতে তাঁর মজার ভিডিওর মধ্যে জায়গা করে নিয়েছে বাঙালির ঘরের পোশাক ‘নাইটি’।
আর তা নিয়েই এবার আইনজীবী সঙ্গীতা দাস খেপেছেন। সম্প্রতি তিনি দাবি করেন, স্যান্ডির এই আচরণ দেখে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন।
সংবাদমাধ্যমকে সঙ্গীতা বলেন, “যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাইটির ব্যবহারটা দেখাচ্ছে, আমাদের সমাজে কি নাইটির কালচার এমন? আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, বৌদিরা কি সত্যি সত্যি এভাবে নাইটিকে ব্যবহার করে থাকেন? নিশ্চয়ই নয়। কারণ নাইটি একেবারেই বাড়ির এক পোশাক।
যাঁরা সম্ভ্রান্ত তাঁরা নাইটি পরে অন্তত রাস্তায় বেরোয় না। দুস্থদের কথা আমি বলব না, কারণ তাঁরা দুস্থ বলে নাইটি পরে থাকেন। যাঁরা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, তাঁরা অন্তত নাইটি পরে বাড়ির বাইরে এভাবে নিজেকে রিপ্রেজেন্ট (উপস্থাপন) করে না। সেখানে ও এত বড় একজন ক্রিয়েটর হয়ে, এত দিন ধরে নিজেকে প্রমোট করে যাচ্ছেন নাইটি বউদি হিসেবে।
দেশে-বিদেশে সব জায়গাতেই। আমাদের দেশের কালচারটা কি এমন? ওকে দেখাদেখি আরো অনেকেই এই জিনিসটা করছে।”
বিষয়টা স্যান্ডি সাহার নজর এড়ায়নি। কথাটা কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ তিনি। তবে সত্যি কি তাঁর কাছে কোনো আইনি নোটিশ গিয়েছে? এই মর্মে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, “এটার বিরুদ্ধে কি সত্যি কোনো আইনি নোটিশ হয়? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন।
প্রথমত, এখন পর্যন্ত আমার কাছে কোনো নোটিশ আসেনি। আমি জানি না উনি কোথায় পাঠিয়েছেন। আমার কাছে না পুলিশ স্টেশন থেকে কোনো ফোন এসেছে, না নোটিশ এসেছে।
দ্বিতীয়ত, বাঙালি মা-বোনেরা বাড়িতে এই পোশাক পরে থাকেন। এটা কোনো অশালীন পোশাক নয়। ভারতে থাকি বা বাইরে গিয়ে এই পোশাক পরি, সেটা তো কোনো অপরাধ নয়। এটা আমার ব্যক্তিগত বিষয়। তার বিরুদ্ধে উনি কেন, আমার মনে হয় না কারও কিছু বলার থাকতে পারে। শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য এটা করেছেন। নিজেও উনি নাইটি পরে ভিডিও করেছেন। উনি ফলোয়ার বাড়াতে চেয়েছিলেন, উনি সফলও হয়েছেন।”
এসএন