যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি ইউক্রেনের ‘কিছু ভূখণ্ড’ তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।
সোমবার (১১ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হবে ট্রাম্প-পুতিন বৈঠক। যার ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ।
ট্রাম্প বলেন, ‘রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করেছে। তারা গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করেছে। আমরা ইউক্রেনের জন্য সেই ভূখণ্ডের কিছু অংশ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।’
তিনি বলেন, ‘আলাস্কায় ওই আলোচনা হবে একটি অনুসন্ধানমূলক বৈঠক।’ যার লক্ষ্য পুতিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো ‘ তিনি আরও বলেন, ‘সেখানে কিছু অদলবদল, ভূখণ্ডের পরিবর্তন হবে।’
রাশিয়া কোন জমি ইউক্রেনকে ছেড়ে দিতে পারে তা স্পষ্ট নয়। ইউক্রেন কখনও কোনো রুশ ভূখণ্ডের ওপর নিজেদের দাবি জানায়নি।
ট্রাম্প জানান, পুতিন যদি আলোচনার সময় একটি ন্যায্য চুক্তি প্রস্তাব করেন, তাহলে তিনি ইউরোপীয় নেতাদের ওই বিষয়ে জানাবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প জানান, জেলেনস্কির সাথে তাঁর ভালো সম্পর্ক। কিন্তু জেলেনস্কির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে তীব্রভাবে দ্বিমত পোষণ করেন তিনি। ট্রাম্প এর আগে ইউক্রেনের যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাত এখনও চলছে।
আলাস্কা সম্মেলনের খবরের প্রতিক্রিয়ায় জেলেনস্কি জানান, ইউক্রেনের মত ছাড়া যেকোনো চুক্তি ‘মৃত সিদ্ধান্তের’ সমান হবে। তিনি জানান, রাশিয়াকে ইউক্রেনের কোনো জমি দেবেন না।
পিএ/টিএ