মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটির ট্রেলার। যে ঝড় অগ্রিম টিকিট বুকিংয়েও দেখা গেছে। বিগ বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা।
অগ্রিম বুকিংয়ে হৃতিক-এনটিআরের ‘ওয়ার ২’-কে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ‘কুলি।’
‘কুলি’ ঘিরে ভক্তদের উন্মাদনার অন্যতম কারণ এর তারকাখচিত কাস্ট। রজনীকান্তের সঙ্গে হাজির হচ্ছেন আমির খান, নাগার্জুন, শ্রতি হাসানের মতো তারকারা। যার ফলে বহু আগে থেকেই কুলি ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে।
বিগ বাজেটের এই সিনেমাতে কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, তা নিয়েও ছিলো জোরালো চর্চা। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে জানা যায়, কুলিতে ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
তবে এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট। শোনা যাচ্ছে, কুলিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি আমির খান। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি। মালয়ালম তারকা শৌবিন সাহির নিয়েছেন ১ কোটি রুপি। পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।