আসন্ন ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। নাম ঘোষণা থেকে শুরু করে কে হচ্ছেন নায়ক-নায়িকা সেসব নিয়েই চলছে চর্চা।
এরমধ্যেই খবর, আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খানের আসন্ন সিনেমার নাম হতে যাচ্ছে ‘প্রিন্স: ওন্স আপন আ টাইম ইন ঢাকা’, যেটি এর আগে ছিল ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
অন্যদিকে একই ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে নিখাদ প্রেমের গল্পে রোমান্টিক সিনেমা নিয়ে আসছেন মেহেদী হাসান হৃদয়।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির নাম ‘রাক্ষস’।
বরবাদ সাফল্যের পর একই প্রডাকশন হাউস থেকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর কথা জানিয়েছিলেন নির্মাতা হৃদয়। কিন্তু পরপর তিনটি গল্প শোনালেও শাকিব খান তা ফিরিয়ে দেন।
এরমধ্যে নির্মাতা জানান, আসন্ন ঈদে নতুন গল্পে, নতুন কাউকে নিয়ে আসছেন তিনি। এর আগেই ঘনিষ্ট সূত্রে জানা যায়, শাকিবের ফিরিয়ে দেওয়া সেই সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ। এবার তিনি আসছেন ‘রাক্ষস’ হয়ে, যেখানে তার বিপরীতে প্রার্থনা ফারদিন দীঘির থাকার কথা রয়েছে।
ইউটি/এসএন