নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ রাহুল গান্ধীর

ভারতের বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী নিজের জীবন নিয়ে আশঙ্কার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ‘‘২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে মন্তব্য করায় কিছু বিজেপি সাংসদ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তারা বলেছেন, তার দাদী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই পরিণতি ভোগ করবেন রাহুল গান্ধী।’’

বুধবার রাহুল গান্ধী এই আশঙ্কার কথা আদালতকে জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশটির হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় গত ২৪ জুলাই মহারাষ্ট্রের নাসিকের একটি আদালত রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নথিভুক্ত করার আবেদন জানিয়ে আদালতে পৃথক পিটিশন দায়ের করেছে কংগ্রেস। যাতে রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট পূর্ণাঙ্গভাবে বিচার করা যায়। তিনি বলেন, গত ১৫ দিন ধরে আমাদের মক্কেল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সংসদ অধিবেশন চলাকালে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর মধ্যে কথা কাটাকাটিও হয়েছে; যা নথিভুক্ত আছে। একই সময়ে, বিজেপির দুই সাংসদ রাহুল গান্ধীকে ‘পাশে সরে দাঁড়াতে’ বলেন এবং হুমকি দেন, ভবিষ্যতে তিনি তার দাদীর মতো পরিণতি ভোগ করবেন। তারা তাকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও আখ্যায়িত করেন।’’

রাহুলের এই আইনজীবী বলেন, ‘‘যারা তাকে (রাহুল গান্ধী) হুমকি দিয়েছেন তাদের বংশপরিচয় তার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা সাভারকারপন্থী এবং রাহুল গান্ধী বর্তমানে যে অবস্থান নিয়েছেন, তাতে তার বিশ্বাসঘাতকতার শিকার হওয়া কিংবা ক্ষতির আশঙ্কা রয়েছে।’’

তিনি বলেন, যে কারণে আদালতের বিচারপ্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটি নথিভুক্ত করা জরুরি মনে করেছি। এজন্য আজ আমরা আবেদন দায়ের করেছি এবং আদালত তা গ্রহণ করেছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দেশটির অলাভজনক একটি সংস্থার পরিচালক ও নাসিকের বাসিন্দা দেবেন্দ্র ভুতাদা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন এবং ভারত জোড়ো যাত্রার সময়ের এক বক্তৃতায় রাহুল গান্ধীর করা মন্তব্য সাভারকারের সুনাম ক্ষুণ্ণ করেছে।


ইউটি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুকে অপহরণের অভিযোগ Aug 14, 2025
img
১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলামের তারিখ নির্ধারণ Aug 14, 2025
img
সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব : দুদু Aug 14, 2025
img
সাদা পাথর ৭ দিনের মধ্যে ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ Aug 14, 2025
img
'অপহরণ ও নির্যাতনের' প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জানে আলম অপুর পরিবার Aug 14, 2025
img
পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক, ভারতে তালিকাভুক্ত ২১ বাংলাদেশি ভুয়া ভোটার Aug 14, 2025
img
প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’-এর বহু প্রতীক্ষিত টিজার, শেখ হাসিনার এক ঝলক Aug 14, 2025
img
দোয়া করি এশিয়া কাপে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলুক : বাসিত আলি Aug 14, 2025
img
ওসিকে হুমকি দল থেকে বহিষ্কার হলেন বিএনপি নেতা Aug 14, 2025
img
প্রেস সচিবের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরে যাব: শফিকুল আলম Aug 14, 2025
img
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিকেলে মাঠে নামছে সোহানরা, খেলা দেখবেন যেভাবে Aug 14, 2025
img
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার Aug 14, 2025
শরীর চর্চা করাও কি ইবাদত Aug 14, 2025
img
‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী Aug 14, 2025
img
পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি Aug 14, 2025
img
সাদাপাথরে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার Aug 14, 2025
img
এবার শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, বন্ধ রয়েছে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ Aug 14, 2025
img
মাঝরাতে ফোনে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে স্বামী পলাতক Aug 14, 2025
img
মেডিকেল বিভাগকে উন্নত প্রশিক্ষণে বিদেশে পাঠাবে বিসিবি Aug 14, 2025
img
জাপানে বিকেএসপির দুর্দান্ত সূচনা Aug 14, 2025