সিনেমার ট্রেলার মাত্রই এসেছে, আর তাতেই দর্শকের মনে রঙিন ঢেউ তুলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘পরম সুন্দরী’। গল্পের কেন্দ্রে আছেন এক প্রাণবন্ত পাঞ্জাবি যুবক পরম, যিনি হঠাৎ করেই দক্ষিণ ভারতে গিয়ে পৌঁছান। সেখানেই তার সাক্ষাৎ সুন্দরীর সঙ্গে— শুরু হয় রসিকতা আর খুনসুটিতে ভরা এক আলাপচারিতা, যা ধীরে ধীরে গড়ে তোলে প্রেমের বন্ধন। কেরালার সবুজ ব্যাকওয়াটারকে পটভূমি করে এগোয় এই রোমান্টিক যাত্রা।
ট্রেলারে রঙিন চিত্রধারণ, প্রাণবন্ত রসায়ন আর মনকাড়া গানের ঝলক ইতিমধ্যেই আলোচনায়। সোনু নিগম, আদনান সামি ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে সুরেলা গানগুলো প্রশংসা কুড়িয়েছে মুক্তির আগেই। অনেকেই বলছেন, এই ছবিতে ফিরছে পুরনো দিনের রোমান্টিক কমেডির সেই হারানো আবহ। তবে সমালোচনার কণ্ঠও শোনা যাচ্ছে— কারও মতে ছবির ছায়া যেন ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘টু স্টেটস’-এর মিশ্রণ, আবার কারও আপত্তি জাহ্নবীর কাস্টিং নিয়েই।
মুক্তির তারিখ সামনে, আর সেই সঙ্গে বাড়ছে কৌতূহল— পরম আর সুন্দরীর এই রঙিন গল্প শেষ পর্যন্ত দর্শকের মন জিততে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এসএন