নির্বাচন কমিশনকে (ইসি) জাতীয় পার্টি (জাপা) নিরপেক্ষ মনে করে জানিয়ে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আশা করে জাপা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, ‘একটি দ্বন্দ্বময় সময় পার করছে বাংলাদেশ। সরকারকে আমরা নিরেপক্ষ মনে করি না, তবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের আশা করে জাতীয় পার্টি।
লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে হবে।’
‘জাপাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো কারণ নেই। শুধু বিগত নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো দলকে অযোগ্য ঘোষণা করা হলে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এটি হুমকিস্বরূপ’, যোগ করেন শামীম হায়দার পাটোয়ারী।
সম্প্রতি কাউন্সিল সম্পর্কে এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘এটি কোনোভাবেই বৈধ কাউন্সিল হতে পারে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী এটি অবৈধ। জিএম কাদের ছাড়া কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’
এমকে/টিএ