বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, ‘উপদেষ্টাদের অর্ধেকই ইন্টার্নশিপ করতে আসছেন বলে মনে হচ্ছে।’
তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ : বাংলাদেশের সামনে বিকল্পসমূহ’ শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের দেশে তো এত এক্সপার্ট আছেন।
কিন্তু হাফ অব দ্য অ্যাডভাইজার্স, তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।’
সিপিডির নির্বাহী পরিচালক আরো বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে একজন উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে, যার শিকড়ই এই দেশে নেই।
দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের অনুভব নেই।’
তিনি বলেন, ‘যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান, এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদের বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।’
এমকে/টিএ