২০১৯ সাল থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন কাইরন পোলার্ড। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন মৌসুম শুরুর আগে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর জায়গায় দলটির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান।
মাত্র ১৭ বছর বয়সে সিপিএলের প্রথম মৌসুমে ত্রিনবাগোর হয়ে খেলেছিলেন পুরান। সেই সময় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল নামে খেলেছিল।
পরবর্তীতে বার্বাডোস রয়্যালস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। ২০২২ সালে আবারও ত্রিনবাগোতে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
২০১৫ সাল ছাড়া সিপিএলের প্রতি মৌসুমেই খেলেছেন পুরান। দুর্ঘটনায় কারণে সেই বছর খেলতে পারেননি তিনি।
এখন পর্যন্ত সিপিএলে ১১৪ ম্যাচে ১৫২.২৭ স্ট্রাইক রেটে ২ হাজার ৪৪৭ রান করেছেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টির অন্যতম সেরাা মারকুটে ব্যাটার হয়ে উঠেছেন তিনি। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হয়েছে পুরানের।
মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ক ও আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসকে নেতৃত্ব দিয়েছেন।
ত্রিনবাগোর নেতৃত্ব পেয়েছে পুরান বলেন, ‘ত্রিনবাগো নাইট রাইডার্সকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় ব্যাপার। এই ফ্র্যাঞ্চাইজিকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। আমি আমার সেরাটা দিতে চা এবং আশা করি যতটা পারি অনেক বেশি সঠিক সিদ্ধান্ত নিব।’
‘এটা এমন একটা দায়িত্ব যা ব্রাভো থেকে পোলার্ড পেয়েছে এবং এখন আমি পেলাম। আমার জন্য সবচেয়ে তৃপ্তির বিষয় হচ্ছে পোলার্ড এখনো খেলছে। সুনীল (নারিন) এবং আন্দ্রেও (রাসেল) এখানে আছে। তাদের অনেক অভিজ্ঞতা আছে যা আমি কাজে লাগাতে পারব। মাঠে তাদের নেতৃত্ব দেয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।’
পোলার্ডের অধীনে ত্রিনবাগো শুধু নিজেদের চতুর্থ শিরোপা জেতেনি ২০২০ সালে অপ্রতিরোধ্য ছিল তারা। সেই মৌসুমে ১২ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল ত্রিনবাগো পোলার্ডের নেতৃত্বে দুইবার প্লে-অফও খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ১৭ আগষ্ট সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিপিএল মিশন শুরু করবে তারা। এর আগে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডোয়াইন ব্রাভোকে।
এমআর