জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান।”
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘গণপরিষদ নির্বাচন’ ও ‘নতুন সংবিধান’ ক্ষমতার কাঠামো ও সাংবিধানিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করতে পারে।
এমআর