অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ সিরিজের উদ্বোধনী ম্যাচেই দেখা গেলো উত্তেজনা আর নাটকীয়তা। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানি দল ‘পাকিস্তান শাহীনস’ -এর ওপেনার খাজা নাফায় দুর্দান্ত ব্যাটিং করলেও এক মুহূর্তের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে মাঠ ছাড়েন। আর সেখানেই ঘটে রাগের বিস্ফোরণ।
ব্যাট হাতে খাজা নাফায় এর শুরুটা ছিল স্বপ্নের মতো। নাফায় আর ইয়াসির খান উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন সেঞ্চুরি পার্টনারশিপ, দুজনই হাঁকান ব্যক্তিগত অর্ধশতক।
তবে ১২তম ওভারের প্রথম বলেই সব ওলটপালট। ইয়াসির শট খেলতে গিয়ে বল মিস করলে উইকেটকিপারের কাছে গড়িয়ে যায় বল। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা নাফায় দ্রুত সিঙ্গেলের ডাক দেন, কিন্তু ইয়াসির সাড়া না দেওয়ায় তৈরি হয় বিভ্রান্তি। সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসান দুরন্ত থ্রোয়ে নাফায়কে রান আউট করে দেন।
ম্যাচে ৩১ বলে ৮টি চার আর ২টি ছক্কা হাঁকিয়ে ৬১ রান করেন নাফায়। রান আউট হওয়ার পর নাফায়ের ক্ষোভ আর লুকানো গেল না। ইয়াসিরের সঙ্গে তর্কে জড়িয়ে ব্যাট মাটিতে আছড়ে ফেলেন তিনি, তারপর ধীর পায়ে প্যাভিলিয়নে ফেরেন।
অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের ফিল্ডিং ছিল তীক্ষ্ণ, কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় বড় ব্যবধানে হারতে হয় পাকিস্তান শাহিনসদের কাছে।
এফটি/টিকে