সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৭)। মারপিটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বুকে ছুরিকাঘাতে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)। এ ছাড়া উভয় পক্ষের আর চার-পাঁচজন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে লক্ষীপুর গ্রামে ফুটবল খেলা ছিল জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের ছেলেদের মধ্যে। খেলায় লক্ষীপুর গ্রামের আকবর আলীর ভাই ফারুক মিয়া ও খালাতো ভাই খেলু মিয়া জিরাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে জাকারিয়াকে মারধর করেন। খেলার পরে আব্দুল মতিন তার ছেলেকে নিয়ে আকবর আলীর বাড়িতে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে আকবরের লোকজন তাকে মারধর করেন।
এরপর মতিনের পক্ষের লোকজন বাজারে গিয়ে আকবর আলী ও তার সহযোগীদের ওপর হামলা চালান। আব্দুল মতিন গুরুতর আহত হয়ে লক্ষীপুর বাজারেই মারা যান। গুরুতর আহত আকবর আলীকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে লক্ষীপুর বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।