গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের অন্যতম মিত্র দল জাতীয় পার্টিকে এখনও সক্রিয়ভাবে রাজপথে।
তিনি দাবি করেন, ১৪ দলের সৈনিকরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ১৬ বছর টিকিয়ে রেখেছিল, যার মধ্যে অন্যতম ভূমিকা রেখেছে জাতীয় পার্টি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টিসহ সেসব দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। না হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
নূরুল হক নূর আরও বলেন, জুলাই আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগে করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন হতে হবে।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, আমাদের সর্বনাশ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমকে/টিকে