আগামীর বাংলাদেশে প্রত্যেকে যাতে নাগরিক অধিকার বুঝে পায় সেজন্য লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (১৫ আগস্ট) পুরান ঢাকার হোসেনী দালানে শিয়া মুসলিম সম্প্রদায়ের চেহলাম অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
আখতার হোসেন বলেন, সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনা-ইয়াজিদের মতো দুঃশাসন নিয়ে না আসতে পারে। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবো, এটাই আমাদের প্রত্যাশা।
এনসিপির এই সদস্য সচিব বলেন, বর্তমানে বাংলাদেশে সম্প্রতির বাতাস বইছে। আগামীর বাংলাদেশে প্রত্যেকে যাতে নাগরিক অধিকর বুঝে পায়, সেই লড়াই অব্যাহত রাখার আহ্বান জানাই।
ইউটি/টিএ